For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরভোটে মোকাবিলায় তৃণমূল কংগ্রেসের 'পথ'ই পছন্দ বিজেপির, নেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্ত

পুরভোটে মোকাবিলায় তৃণমূলের 'পথ'ই পছন্দ বিজেপির, নেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্ত

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি বড় সাফল্য পায়। কিন্তু সেই সাফল্য অনেকটাই ফিকে হয়ে যায় গত বছরের নভেম্বরে হওয়া তিনটি বিধানসভায় উপনির্বাচনে। রাজ্যের তিন প্রান্তে হওয়া সেই উপনির্বাচনে তিনটি আসনেই বড় ব্যবধানে হারে বিজেপি। তারপর থেকেই সতর্ক বিজেপি। শাসকদলের সমালোচনা করলেও, কোনও কোনও ক্ষেত্রে তাদের অনুসরণ করতে দ্বিধা নেই বিজেপির।

 ৩ বিধানসভা নির্বাচনে আলাদা ইস্তেহার

৩ বিধানসভা নির্বাচনে আলাদা ইস্তেহার

নভেম্বরে রাজ্যের তিনপ্রান্তে হওয়া তিন বিধানসভা আসনই পায় তৃণমূল। এর মধ্যে সব থেকে বড় পরাজয় হিসেবে যেই আসনটিকে ধরা হচ্ছে, সেটি হল দিলীপ ঘোষের ছেড়ে দেওয়া খড়গপুর সদর আসন। তৃণমূল এই তিন কেন্দ্রের জন্য আলাদা আলাদা ইস্তেহার প্রকাশ করেছিল। অনেকেই বলছেন তৃণমূলের সাফল্যের পিছনে এই পদক্ষেপ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল।

প্রত্যেক পুরসভায় বিজেপির আালাদা ইস্তেহার

প্রত্যেক পুরসভায় বিজেপির আালাদা ইস্তেহার

কার্যত তৃণমূলের সেই পথ অনুসরণ করতে চাইছে বিজেপি। বিজেপির তরফে জানানো হয়েছে রাজ্যের পুরসভাগুলির জন্য আলাদা আলাদা ইস্তেহার প্রকাশ করা হবে। যদিও এমন পদক্ষেপ এর আগে রাজ্যে কখনও নেয়নি বিজেপি।

সমস্যা ও চাহিদা আলাদা

সমস্যা ও চাহিদা আলাদা

রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পুরসভাগুলির সমস্যা এবং নাগরিক চাহিদা ভিন্ন। আর বিভিন্ন পুরসভায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ভিন্ন। ফলে দলের তরফে আলাদা ইস্তেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

ইস্তেহারে থাকবে চার্জশিট

ইস্তেহারে থাকবে চার্জশিট

সায়ন্তন বসু আরও জানিয়েছেন, আলাদা ইস্তেহারে, আলাদা এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বিজেপির তরফ থেকে।

প্রশ্নের মুখে কংগ্রেসের অস্তিত্ব! দলের দায়িত্ব কার হাতে? বর্ষীয়ান নেতার মন্তব্যে জল্পনা তুঙ্গেপ্রশ্নের মুখে কংগ্রেসের অস্তিত্ব! দলের দায়িত্ব কার হাতে? বর্ষীয়ান নেতার মন্তব্যে জল্পনা তুঙ্গে

English summary
State BJP will release sepearte manifesto for every Municipality in the state. There will be chargesheet against against TMC leaders in Each manifesto.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X