For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন শিখা মিত্র, পেলেন বড় দায়িত্ব! ঘাসফুল শিবিরে যোগদান আরও অনেকের

সমস্ত জল্পনা অবসান। ছয়বছর পর তৃণমূলে ফিরলেন প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের (somen mitra) স্ত্রী শিখা মিত্র(sikha mitra)। তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাঁকে বড় দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (ma

  • |
Google Oneindia Bengali News

সমস্ত জল্পনা অবসান। ছয়বছর পর তৃণমূলে ফিরলেন প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের (somen mitra) স্ত্রী শিখা মিত্র(sikha mitra)। তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাঁকে বড় দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন শিখা মিত্রের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন সাংসদ মালা রায়।

ইঙ্গিত পাওয়া গিয়েছিল বিধানসভা ভোটের পরেই

ইঙ্গিত পাওয়া গিয়েছিল বিধানসভা ভোটের পরেই

শিখা মিত্র যে তৃণমূলে যোগ দিতে পারেন, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল বিধানসভা ভোটের পর থেকে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়া পরে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদে ইস্তফা দিয়ে রোহন মিত্র অধীর চৌধুরীকে চিঠি দেন। অন্যদিকে শিখা মিত্র বলেছিলেন, সোমেন মিত্র যাঁদের লালন-পালন করেছিলেন, তাঁরাই খারাপ ব্যবহার করছেন। সেই সময় থেকেই জল্পনা তীব্র হয়। এরওপর মুকুল রায়ও কথা বলেছিলেন শিখা মিত্রের সঙ্গে।
ভোটের আগে শুভেন্দু অধিকারী শিখা মিত্রের সঙ্গে দেখা করে তাঁকে বিজেপির তরফে চৌরঙ্গী আসন থেকে লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব মানেননি শিখা মিত্র। সেই সময়েই খুশি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পল বেরনোর পরে শিখা মিত্র বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতার প্রধান মুখ। তবে ভোটের আগে বলেছিলেন লড়াইটা লড়বেন কংগ্রেসের মধ্যে থেকে। আর ভোটের পর বলেছিলেন মালদহ-মুর্শিদাবাদে কংগ্রেসের লোকেরাই তৃণমূলকে ভোট দিয়েছে। এদিন তৃণমূলে যোগ দেওয়া পরেও স্বাভাবিকভাবেই শিখা মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। তিনি বলেন, সোমেন মিত্রের বাৎসরিক কাজের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। এরপর তাঁর বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিয়ে আসেন মালা রায়। ওই দিনই তিনি তৃণমূলে যোগ দেওয়ার সম্মতি দেন। এদিন তৃণমূলে যোগ দেওয়ার পরে শিখা মিত্র বলেন, তিনি তৃণমূল ছাড়েননি। কিন্তু মতান্তরের কারণে সরে গিয়েছিলেন। আর গত ছয়বছরে কোনও রাজনৈতিক দলেও তিনি যোগ দেননি।

 পেলেন বড় দায়িত্ব

পেলেন বড় দায়িত্ব

তৃণমূলের মহিলা বাহিনী বঙ্গজননী তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মালা রায় ঘোষণা করেন, বঙ্গ জননীর দায়িত্ব তুলে দেওয়া হল মালা রায়ের হাতে। এর আগে বঙ্গজননীর দায়িত্ব সামলেছেন কাকলি ঘোষদস্তিদারও।

আরও অনেকেই যোগ দেন তৃণমূলে

আরও অনেকেই যোগ দেন তৃণমূলে

এদিন তৃণমূলে যোগ দেন কংগ্রেস নেত্রী শুভ্রা ঘোষও। তৃণমূলে যোগ দিয়েই তিনি কংগ্রেস তথা অধীর চৌধুরীর কড়া সমালোচনা করেন। অন্যদিকে অধীর চৌধুরী বলেছেন, সোমেন মিত্র এবং শিখা মিত্র একটা সময়ে তৃণমূলে গিয়েছিলেন, আবার ফিরেও এসেছিলেন। সেক্ষেত্রে শিখা মিত্র ফের তৃণমূলে যোগদান করলেন। তবে শিখা মিত্রকে নিয়ে অধীর চৌধুরী বিশেষ কোনও কটূ মন্তব্য এদিন করেননি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Somen Mitra's wife Sikha Mitra join TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X