For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করল শিবসেনা!

Google Oneindia Bengali News

কয়েক মাস আগেও বিজেপির অন্যতম শরিক ছিল শিবসেনা। বর্তমানে কংগ্রেসের সঙ্গে হাতি মিলিয়ে মারাঠা রাজ্যের মসনদে আসীন তারা। আর এই দলবদলের পর থেকেই বিভিন্ন সময় বিজেপিকে আক্রমণের পথ থেকে পিছিয়ে আসেনি শিবসেনা। এবার খোদ পশ্চিমবঙ্গেই বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করল শিবসেনা। জানা গিয়েছে সিএএ বিরোধী বিক্ষোভকারীদের গুলি করে মারার নিদান দেওয়ায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোশের বিরুদ্ধে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছে শিবসেনা।

'দিলীপ ঘোষের হুমকিতে ভয় পাচ্ছি'

'দিলীপ ঘোষের হুমকিতে ভয় পাচ্ছি'

এই বিষয়ে পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার বলেন, 'আমি দিলীপ ঘোষের বিরুদ্ধে ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছি। তিনি সংসদ সদস্য এবং ক্ষমতাসীন দলের সিনিয়র নেতা। তাই আমি আশঙ্কা করি যে বাস্তবে তাঁর হুমকি বাস্তবায়নের সমস্ত উপায় রয়েছে। অতএব, পশ্চিমবঙ্গ শিবসেনার সদস্য হিসাবে,আমি আমার জীবন এবং আমার সহকর্মী ও সমর্থকদের জন্যে ভয় থেকে এই অভিযোগ দায়ের করেছি। কারণ আমরা এই আইনের বিরোধিতা করেছি বাকি অন্য এনেক দলের সঙ্গে।'

দিলীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের অনুরোধ

দিলীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের অনুরোধ

অশেক সরকার মানবাধিকার সংস্থাকে এই বিষয়ে নিখুঁত ও নিরপেক্ষ তদন্ত শুরু করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি রাজ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য অনুরোধ করেছেন। এর আগে দিলীপ ঘোষ ১২ জানুয়ারী এক জনসভায় বলেছিলেন যে সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন জনসাধারণের সম্পত্তির ক্ষতি করা লোকদের গুলি করে হত্যা করা উচিত।

কী বলেছিলেন দিলীপ ঘোষ?

কী বলেছিলেন দিলীপ ঘোষ?

দিলীপ ঘোষ বলেছিলেন, 'তারা কী ভাবে যে তারা (প্রতিবাদকারীরা) যে সম্পত্তি ধ্বংস করছে তার মালিক কে? তাদের বাবা? সরকারি সম্পত্তি করদাতাদের। আপনি (মমতা) কিছু বলবেন না কারণ তারা আপনার ভোটার। অসম এবং উত্তর প্রদেশে, আমাদের সরকার কুকুরের মতো এই লোকদের গুলি করেছিল।'

English summary
shiv sena lodges complaint with wb human rights commission against dilip ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X