For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চূড়ান্ত বিপদ ঘনিয়ে আসছে সল্টলেকে, সতর্ক করল জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া

বিপদ ঘনাচ্ছে সল্টলেকে, সতর্ক করল জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া

Google Oneindia Bengali News

বিপদ ঘণ্টা বাজছে কলকাতায়। জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতার উপকণ্ঠে অন্যতম হাইপ্রোফাইল এলাকা সল্টলেক নাকি অল্প কিছুদিনের মধ্যেই সঙ্কুচিত হয়ে যাবে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে জিএসআই।

সঙ্কুচিত হতে শুরু করেছে সল্টলেক

সঙ্কুচিত হতে শুরু করেছে সল্টলেক

ভয়ঙ্কর খবর আর কিছুদিনের মধ্যেই নািক সঙ্কুচিত হয়ে যাবে কলকাতার হাইপ্রোফাইল এলাকা সল্টলেক। এখন শুধু প্রহর গোনা ছাড়া উপায় নেই। এমনই আতঙ্কের কথা শুনিয়েছে জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া। সংস্থার ডিরেক্টর সন্দীপ সোম জানিয়েছেন, সল্টলেক মূলত তৈরি হয়েছে জলাভূমি ভরাট করে। শুধু সল্টলেক কেন তার সংলগ্ন এলাকাও তৈরি হয়েছে জলাভূমি ভরাট করে। সেই ভূগর্ভস্থ জল ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে।

সঙ্কুচিত হচ্ছে কলকাতা সংলগ্ন এলাকাও

সঙ্কুচিত হচ্ছে কলকাতা সংলগ্ন এলাকাও

শুধু সল্টলেক নয় কলকাতা সংলগ্ন যেসব এলাকা জলাভূমি ভরাট করে তৈরি হয়েছে সেগুলির বিপদও বাড়ছে। জিএসআইয়ের তরফে জানানো হয়েছে প্রতিবছর ১৯-২০ মিলিমিটার করে ডুবছে সল্টলেক সহ সংলগ্ন এলাকা। টেটোনিক মুভমেন্টের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সঙ্কুচিত হচ্ছে ভারতের একাধিক শহর

সঙ্কুচিত হচ্ছে ভারতের একাধিক শহর

শুধু কলকাতা নয় এই পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ শহরের। জয়পুর, দেহরাদুন, হায়দরাবাদ, বেঙ্গালুরুর মতো গুরুত্বপূর্ণ শহরের পরিস্থিতিও একই পথে এগোচ্ছে। এদিকে হিমালয় পর্বতের উচ্চতা ক্রমশ বাড়ছে বলেও জানিয়েছে জিওলজিকাল সার্ভে অব উন্ডিয়া। সেই একই ভাবে পাটনা এবং নাগপুরের উচ্চতা বাড়ছে। অর্থাৎ এই দুটি শহরেরের ভূিম উঁচু হচ্ছে।

তবে এই সব শহরের মধ্যে জয়পুর এবং কলকাতার অবস্থা সবচেয়ে সংকটজনক বলে জানিয়েছে জিএসআই। পরিস্থিতির দিকে নজর রাখতে ২২টি নজরদারি কেন্দ্র তৈরি করা হয়েছে। কিন্তু নজরদারি চালিয়েও কি বিপদ কমানো যাবে।

English summary
Salt Lake area is shrinking at an alarming rate says GSI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X