For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের পথেই বাড়বে বিজেপি! ২০২১-এ বিজয়ের লক্ষ্যে বার্তা মোহন ভাগবতের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে ভরাডুবির পর বাংলায় কামব্যাক করতে ‘দিদিকে বলো’ অভিযানের মাধ্যমে জনসংযোগকেই হাতিয়ার করেছেন।

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায় গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকেই রাজ্যে বাড়বাড়ন্ত শুরু হয়েছে বিজেপির। দলও বেড়ে চলেছে মুকুলের হাত ধরে। তা নিয়ে বিতর্কও কম হয়নি। তৃণমূল ভাঙিয়ে কাদের দলে নেওয়া হবে, তা নিয়ে বিতর্ক রয়েছে বঙ্গ বিজেপিতে। এরই মধ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত নির্দিষ্ট করে গেলেন বিজেপির ভবিষ্যৎ পন্থা।

নব্য বিজেপিদের নিয়ে বার্তা

নব্য বিজেপিদের নিয়ে বার্তা

হাওড়ার উলুবেড়িয়ায় দুদিনে সভায় অংশ নেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি সব সংগঠনকেই এক যোগে কাজ করার নির্দেশ দিয়েছেন এই সভা থেকে। তার পাশাপাশি সাংগঠনিক কাঠামো মজবুত করার পরামর্শ দেন তিনি। নব্য বিজেপিদের নিয়ে তাঁর বার্তা, দল বড় করতে অন্য দলের লোক নিতে হবে। তা না হলে দল বাড়বে না।

মুকুল রায়ের মতকেই প্রাধান্য

মুকুল রায়ের মতকেই প্রাধান্য

প্রকারান্তরে তিনি মুকুল রায়ের পথকেই সমর্থন করেন। অন্য দল থেকে বিজেপিতে আসা নেতা-নেত্রীদের নিয়ে নেতৃত্বের মধ্যে বিরোধ রয়েছে। মুকুল রায় দল বড় করতে সবার জন্য দরজা খোলার পক্ষপাতী। বিজেপি রাজ্য সভাপতি চান, এমন নেতা-নেত্রীরা আসুন, যাঁদের মুখ উজ্জ্বল। যদিও দিলীপ ঘোষও পরে মুকুল রায়ের মতকেই প্রাধান্য দেন।

দলের অনুশাসন মেনে চলতে হবে

দলের অনুশাসন মেনে চলতে হবে

এবার মোহন ভাগবতও সমর্থন জানিয়ে গেলেন মুকুলের মতকেই। তিনি বলেন, যাঁরা আসছেন, তাঁদেরও স্বাগত জানাতে হবে দলে। এটাই সঙ্ঘের আদর্শ। তবে এখানে একটা শর্ত রয়েছে, যাঁরা দলে আসছেন, তাঁদের দলের অনুশাসন মেনে চলতে হবে। গেরুয়া শিবিরে যোগ দিয়ে তাঁদের অনুশাসনের মধ্যেই চলতে হবে।

বাংলা দখলের লক্ষ্য আরএসএসও

বাংলা দখলের লক্ষ্য আরএসএসও

উল্লেখ্য, বাংলা দখলের লক্ষ্য নিয়েছে এখন বিজেপির পাশাপাশি আরএসএসও। বিজেপিকে পরামর্শ দিচ্ছে বাংলায় সংগঠন বৃদ্ধির। ইতিমধ্যে এক মাসেরে মধ্যে আরএসএস প্রধান তিন তিনবার বাংলায় সভা করে গেলেন। আর প্রতিবারই বিজেপি রাজ্য নেতৃত্বের ক্লাস নিলেন তিনি। বুঝিয়ে দিলেন ভবিষ্যৎ চলার পথ।

<strong>[ কাশ্মীর নিয়ে পাকিস্তানকে এবার নাগপাশে জড়িয়ে ইমরানদের মুখোশ খুলতে চলেছেন মোদী! UNGA ঘিরে চড়ছে পারদ]</strong>[ কাশ্মীর নিয়ে পাকিস্তানকে এবার নাগপাশে জড়িয়ে ইমরানদের মুখোশ খুলতে চলেছেন মোদী! UNGA ঘিরে চড়ছে পারদ]

<strong>[ইমরানের মুখ খোলার পথ বন্ধ করে দিলেন মোদী, মস্ত চালে 'ক্লিন বোল্ড' পাকিস্তান]</strong>[ইমরানের মুখ খোলার পথ বন্ধ করে দিলেন মোদী, মস্ত চালে 'ক্লিন বোল্ড' পাকিস্তান]

English summary
RSS chief Mohan Bhagwat supports Mukul Roy’s opinion to increase party. He gives important to increase organization to win 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X