For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রিত্বে থেকেই হুঙ্কার! কলকাতা অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ‘বিদ্রোহী’ রাজীবের

রাজীব বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মন্ত্রী। এখনও তিনি তৃণমূলের বিধায়ক এবং সদস্য। হাওড়া জেলা কো-অর্ডিনেটর। মন্ত্রিত্বে থেকেই তিনি শুক্রবার হুঁশিয়ারি দিলেন কলকাতা অবরুদ্ধ করে দেওয়ার। রাজীবের এই মন্তব্যে জল্পনা আরও বাড়ল। আগ

Google Oneindia Bengali News

রাজীব বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মন্ত্রী। এখনও তিনি তৃণমূলের বিধায়ক এবং সদস্য। হাওড়া জেলা কো-অর্ডিনেটর। মন্ত্রিত্বে থেকেই তিনি শুক্রবার হুঁশিয়ারি দিলেন কলকাতা অবরুদ্ধ করে দেওয়ার। রাজীবের এই মন্তব্যে জল্পনা আরও বাড়ল। আগে তৃণমূলের স্তাবকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজীব, এবার একেবারেই ময়দান তোলপাড় করে দেওয়ার বার্তা।

মানুষের জন্য কাজ করার অনেক পন্থা আছে

মানুষের জন্য কাজ করার অনেক পন্থা আছে

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণদের দাবিদাওয়া নিয়ে ময়দানে নামার হুঁশিয়ারি দিয়েছেন সরাসরি। সেইসঙ্গে বলেছেন মানুষের জন্য কাজ করার অনেক পন্থা আছে। এই কথার মধ্য দিয়েই রাজীব কি তবে তৃণমূল ছাড়ার বার্তা দিয়ে রাখলেন। শুভেন্দুর পাশাপাশি রাজীবকে নিয়েও গুঞ্জন শুরু হয়ে যায়। তবে কি রাজীব বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল ছাড়তে পারেন?

কলকাতা অবরুদ্ধ করে দেওয়ার ডাক রাজীবের

কলকাতা অবরুদ্ধ করে দেওয়ার ডাক রাজীবের

রাজীব বলেন, ব্রাহ্মণদের দাবিদাওয়া রাস্তা নামব প্রয়োজনে। কলকাতা অবরুদ্ধ করে দেব। ব্রাহ্মণদের বেশ কিছু দাবি আছে, সেই দাবি মানতে হবে রাজ্য সরকারকে। দাবি না মানলে কলকাতা অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রাজ্যজুড়ে আন্দোলন হবে বলে তিনি জানান। রাজীব বলেন, আমি চাইছি সনাতন ধর্মের মানুষ যাতে সুখে থাকে।

রাজীব যে শুভেন্দুর পথেই এগোচ্ছেন!

রাজীব যে শুভেন্দুর পথেই এগোচ্ছেন!

রাজীবের কথায়, আমার যদি মনে হয়, মানুষের জন্য কাজ কাজ করতে এই পথে বাধা হচ্ছে। তাহলে অন্য পথ খোলা আছে। যত মত তত পথ। সেই পথে গিয়েই মানুষের জন্য কাজ করবেন এদিন সেই বার্তা দিয়ে রাখলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। ফলে রাজীব যে শুভেন্দুর পথেই এগোচ্ছেন তা স্পষ্ট হল এদিন।

ব্রাহ্মণদের মঞ্চে রাজীবের 'হুঙ্কার'

ব্রাহ্মণদের মঞ্চে রাজীবের 'হুঙ্কার'

রাজীব ব্রাহ্মণদের অনুষ্ঠানে গিয়ে বলেন, দুর্গাপুজোর আগে সনাতনী দরিদ্র ব্রাহ্মণদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী ভাতা ও বাসা দেওয়ার কথা বলন। ব্রাহ্মণদের দাবি, তা দিতে হবে সমস্ত ব্রাহ্মণকে। শুধু ৮-৯ হাজারের জন্য করলে হবে না, সবার জন্য করতে হবে।

English summary
Rajib Banerjee threatens he will obstruct Kolkata before 2021 Assembly Election. Rajib Banerjee runs towards Subhendu Adhikari’s way before 2021 Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X