For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামে এবার ‘তুরূপের তাস’ রাজীব! শুভেন্দু-কুণালের দ্বৈরথে নয়া চমক তৃণমূলের

নন্দীগ্রামে এবার ‘তুরূপের তাস’ রাজীব! শুভেন্দু-কুণালের দ্বৈরথে নয়া চমক তৃণমূলের

  • |
Google Oneindia Bengali News

নন্দীগ্রামে রবিবার মহারণ। শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামে দ্বৈরথ কুণাল ঘোষের। আর সেই দ্বৈরথে এবার তৃণমূলের চমক হিসেবে আবির্ভূত হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় ২০২১-এর নির্বাচনের আগে বিজেপিতে গিয়েছিলেন। এবার সেই রাজীবই শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের তুরুপের তাস হয়ে হাজির হচ্ছেন নন্দীগ্রামে।

নন্দীগ্রামে এবার ‘তুরূপের তাস’ রাজীব! শুভেন্দু-কুণালের দ্বৈরথে নয়া চমক তৃণমূলের

তৃণমূল ও বিজেপি- উভয়রেই টার্গেট নন্দীগ্রাম। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ স্বল্প ব্যবধানে দুই কর্মসূচিতে হাজির হচ্ছেন। বর্তমানে কুণাল ঘোষ পূর্ব মেদিনীপুরে তৃণমূলের পর্যবেক্ষক হয়ে যাওয়ার পর শুভেন্দুর সঙ্গে দ্বৈরথ জমজমাট রূপ নিয়েছে। এবার সেই দ্বৈরথের মাঝেই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানাতে আসছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

রাজীব বন্দ্যোপাধ্যায় ২০২১-এর আগে তৃণমূল ছেড়ে চাটার্ড প্লাইটে করে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। শুভেন্দুর যোগদানের পর তাঁর যোগদান নিয়ে সবথেকে বেশি চর্চা হয়েছিল রাজনৈতিক মহলে। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির গোহারা হারের পর নিজের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে এসেছিলেন রাজীব। রাজীবের প্রত্যাগমনকে তাঁরে নিজের জেলা নেতৃত্ব মানতে না চাইলেও, তৃণমূল তাঁকে ফেলে দেয়নি। ত্রিপুরায় নিয়ে গিয়ে তাঁকে যোগদান করিয়েছিলেন তৃণমূলে।

তারপর থেকে তিনি ত্রিপুরা তৃণমূলের দায়িত্ব সামলাচ্ছেন। ত্রিপুরায় তৃণমূলের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি বাংলায় এসে এবার মস্ত একটা কর্মসূচিতে অংশ নিতে চলেছেন। তিনি এবার গেলেন শুভেন্দু-গড় নন্দীগ্রামে। নন্দীগ্রামের ২ নম্বর ব্লকে চাটাই বৈঠকে অংশ নিলেন কুণাল ঘোষের সঙ্গে।

রাজীব বন্দ্যোপাধ্যায় ২০২১-এর পর তৃণমূলে ফিরে আসার সোপান তৈরি করতে প্রথমে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কাছেই গিয়েছিলেন। এবার তৃণমূলে যাগজানের পর বাংলায় প্রথম কর্মসূচি তিনি পালন করতে চলেছেন সেই কুণাল ঘোষের সঙ্গে। তাঁকে তৃণমূল ব্যবহার করছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অস্ত্র হিসেবে। রবিবারের এই কর্মসূচি নিয়ে নন্দীগ্রামে উত্তেজনা ছিল চরমে।

তৃণমূল সম্প্রতি নন্দীগ্রামে অভিনব এক কর্মসূচি নিয়েছে। রবিবার থেকেই শুরু হচ্ছে বাড়ি বাড়ি চাটাই বৈঠক। অর্থাৎ বাড়ির উঠোনে চাটাই পেতে বসে মানুষের অভাব-অভিযোগের কথা শুনবেন তৃণমূল নেতারা। সমাধান করবেন সমস্যার। এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ গড়ে তুলতে চাইছে তৃণমূল। তৃণমূলের লক্ষ্যে পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে জয়।

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল এই অভিনব কর্মসূচির মাধ্যমে জনসংযোগে জোট দিতে চাইছে। আর এই কর্মসূচিতে এবার তৃণমূল চমক দিতে চাইছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে এনে। এই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন। এই কেন্দ্রে প্রথমে মমতা বন্যোহাপাধ্যায় বিজয়িনী ঘোষিত হয়েছিলেন. তারপর শুভেন্দু বিজয়ী ঘোষিত হন। সেই বিতর্কিত কেন্দ্রে এবার নজর তৃণমূলের।

গুজরাত নির্বাচন ২০২২: ৩৩% আসন মহিলা সংরক্ষিত হলে পুরুষদের প্রতি অবিচার হবে, বললেন মোদী-শাহ ঘনিষ্ঠ নেত্রীগুজরাত নির্বাচন ২০২২: ৩৩% আসন মহিলা সংরক্ষিত হলে পুরুষদের প্রতি অবিচার হবে, বললেন মোদী-শাহ ঘনিষ্ঠ নেত্রী

English summary
Rajib Banerjee now term card of TMC with Kunal Ghosh in Nandigram against Suvendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X