For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী! বাংলার পরিস্থিতির পূর্বাভাস একনজরে

কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী! বাংলার পরিস্থিতির পূর্বাভাস একনজরে

Google Oneindia Bengali News

উত্তর ও দক্ষিণ দুই বঙ্গ জুড়েই বৃষ্টিপাত গত কয়েকদিন ধরেই চলে আসছে। আম্ফানের দাপট কেটে যাওয়ার পর রাজ্যে ক্রমাগত ঝড় ও বৃষ্টি হয়ে যাচ্ছে। দিন কয়েক আগেই কলকাতা দেখেছে ৯৬ কিলোমিটার বেগে ঝড়। এরপর আর কয়েক ঘণ্টার মধ্যেই কালবৈশাখীর দাপট আসতে চলেছে।

 কোন পূর্বাভাস?

কোন পূর্বাভাস?

এদিন সন্ধ্যেয়ে যে ঝড় বাংলার বুকে বিভিন্ন জায়গায় আসতে চলেছে তা কালবৈশাখী। এদিন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, ' কালবৈশাখীর সম্ভবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। '

 কোন কোন জেলায় নামবে বৃষ্টি?

কোন কোন জেলায় নামবে বৃষ্টি?

বাংলার বুকে একাধিক জায়গায় কালবৈশাখী আজ দেখা যাবে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর বৃষ্টি হবে এদিন সন্ধ্যে থেকে। আম্ফানের দাপটে যেখানে ২৪ পরগনা এখনও ক্ষতির মধ্যে রয়েছে। তারমধ্যে এই নতুন ঝড় ফের বিপদ ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে।

 বাংলায় বর্ষা..

বাংলায় বর্ষা..

ভারতে এদিন পা রেখেছে বর্ষা । কেরলে এদিন বর্ষা নিজের অবস্থান স্পষ্ট করেছে।তবে দক্ষিণবঙ্গে ৮ জুন থেকে বর্ষা আসতে পারে বলে খবর। সেই সময় থেকে বৃষ্টি স্বাভাবিক নিয়মে হবে বলে খবর। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কেরলে পা রাখল বর্ষা

কেরলে পা রাখল বর্ষা

কেরলে পা রেখে দিয়েছে বর্ষা। চার মাসের বৃষ্টির মরশুমের শুরু ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে খবর। আইএমডির দাবি এই বছরের বর্ষা স্বাভাবিক ছন্দেই হবে। চারিদিকের মড়কের আবহে আইএমডির এই বার্তা ভারতের কৃষকদের জন্য সুখবর নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

আত্মনির্ভর হচ্ছে ভারত! আধাসামরিক বাহিনীর ক্যান্টিন থেকে সরানো হল ১০২৬টি আমদানিকৃত পণ্যআত্মনির্ভর হচ্ছে ভারত! আধাসামরিক বাহিনীর ক্যান্টিন থেকে সরানো হল ১০২৬টি আমদানিকৃত পণ্য

English summary
Rain and storm predicted in West Bengal on 1 June evening
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X