For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলপথ অবরোধ বিক্ষোভকারীদের, নাগরিকত্ব আইনের প্রতিবাদের জেরে এদিনও বাতিল একাধিক ট্রেন

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় আজ সোমবারও সকাল থেকে বিক্ষোভ ও রেলপথ অবরোধ রাজ্য জুড়ে। এর জেরে সোমবারের মতো আজও ভারতীয় রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করতে বাধ্য হচ্ছে। বাতিল করা হয়েছে হাওড়া-সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুদুচেরি স্পেশাল ট্রেনগুলি।

বাতিল আরও ট্রেন, বিপাকে যাত্রীরা

বাতিল আরও ট্রেন, বিপাকে যাত্রীরা

এছাড়া বাতিল করা হয়েছে আপ হাওড়া-গুয়াহাটি এক্সপ্রেস, আপ শিয়ালদা-বামনঘাটা উত্তরবঙ্গ এক্সপ্রেস, আপ শিয়ালদা-আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকণ্যা এক্সপ্রেস, আপ শিয়ালদা-আগরতলা এক্সপ্রেস। বিক্ষোভের ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা একেবারে থমকে যায়। আগাম কোনও সূচনা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের।

হলদিয়া-পাঁশকুড়া লাইনে ট্রেন চলাচল ব্যহত

হলদিয়া-পাঁশকুড়া লাইনে ট্রেন চলাচল ব্যহত

এরই মধ্যে জানা গিয়েছে। প্রায় পাঁচ হাজার বিক্ষোভরাকারীদের প্রতিবাদের জেরে হলদিয়া-পাঁশকুড়া লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়। অবরোধের জেরে আটকে পড়ে বেশ কয়েকটি হাওড়ামুখী লোকাল ও হলদিয়া শিল্পাঞ্চলগামী মালগাড়ি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ ও ব়্যাফ।

হাওড়া, খড়্গপুরেও ব্যহত পরিষেবা

হাওড়া, খড়্গপুরেও ব্যহত পরিষেবা

সেই সঙ্গে হাওড়া, খড়্গপুর ডিভিশন থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনে আজও বন্ধ রেল পরিষেবা। বারুইপুর শাখাতে গোচরণ ও দক্ষিণ বারাসত স্টেশনের মাঝে আপ লাইনে দু'দফায় ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়া হয়। তার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। ডায়মন্ডহারবারে লাইনেও ট্রেন অবরোধ করা হয়।

English summary
rail service at halt as protest against citizenship amendment act 2019 continues in bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X