For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুতো মেরে গরু দান! লকডাউনের মানেই সরকার বোঝে না, টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে সরকারকে তোপ রাহুলের

জুতো মেরে গরু দান! লকডাউনের মানেই সরকার বোঝে না, টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে সরকারকে তোপ রাহুলের

Google Oneindia Bengali News

সোশ্যাল ডিস্ট্যান্সিংকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টিকিয়াপাড়ায় মিছিল হল, মিটিং হল। এটা কী রাজ্য চলছে। প্রশ্ন বিজেপি নেতা রাহুল সিনহার। প্রসঙ্গত রবিবার সকালে রেড জোন হাওড়ার টিকিয়াপাড়ায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শান্তি মিছিল করে পুলিশ। আশপাশের বাড়ি থেকে পুষ্পবৃষ্টিও করা হয়। সেই ঘটনার কড়া সমালোচনা করা হয়েছে বিজেপি থেকে বাম সব মহলেই।

পুলিশকে সঙ্গে নিয়েই লকডাউন ভঙ্গের অভিযোগ

পুলিশকে সঙ্গে নিয়েই লকডাউন ভঙ্গের অভিযোগ

রবিবার এলাকার বাসিন্দারা হাওড়া সিটি পুলিশের পদাধিকারীদের নিয়ে মিছিল করেন। দুপাশের বাড়ি থেকে পুষ্প বৃষ্টি করা হয়। পুলিশের উপস্থিতিতেই লকডাউনের শর্ত মানা হয়নি বলে অভিযোগ উঠতে শুরু করে। সোশ্যাল ডিস্ট্যান্সিং না মানার পাশাপাশি এই মিছিলে অনেকের মুখেই মাস্ক ছিল না বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে।

রাহুল সিনহার কটাক্ষ

রাহুল সিনহার কটাক্ষ

এই ঘটনার সমালোচনা করতে গিয়ে রাহুল সিনহা বলেছেন, পুলিশ সোশ্যাল ডিস্ট্যান্সিং পালন করাতে গিয়ে, হামলার মুখে পড়ে। সেই পুলিশকে সঙ্গে নিয়ে রেড জোনে সোশ্যাল ডিস্ট্যান্সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিছিল হয়ে গেল, মিটিং হয়ে গেল। তাঁর প্রশ্ন এ কী রাজ্য চলছে। এরাজ্যে লকডাউনের কোনও মানেই সরকার বোঝে না।

পুলিশকে নিয়ে মিছিলে কী কারণ

পুলিশকে নিয়ে মিছিলে কী কারণ

রাহুল সিনহার প্রশ্ন এই পুলিশকে নিয়ে মিছিলের কী কারণ ছিল। জুতো মেরে গরু দান। রাহুল সিনহা বলে দুর্ভাগ্য এই রাজ্যের। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর মন্তব্য যেখানে মুখ্যমন্ত্রী হাওড়া, টিকিয়াপাড়াকে রেড জোন ঘোষণা করেছেন, সেই রেড জোনে পুলিশের উপস্থিতিতে মিছিলও হল, মিটিংও হল। যা হয়েছে তা পুরোপুরি সোশ্যাল ডিস্ট্যান্সিংকে ভঙ্গ করে করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল। তাঁর প্রশ্ন এই জিনিস আর কতদিন রাজ্যে চলবে। এই রাজ্যে সোশ্যাল ডিস্ট্যান্সিং না মানার কারণে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার পুলিশের ওপর আক্রমণ

মঙ্গলবার পুলিশের ওপর আক্রমণ

গত মঙ্গলবার টিকিয়াপাড়ায় পুলিশের টহলদারি চলছিল। সেইসময় বহু মানুষ লকডাউন না মেনে রাস্তায় বেরিয়ে পড়েন। ডিউটিতে থাকা পুলিশকর্মীরা বাধা দিতে গেলে পুলিশকে তাড়া করা হয়। পুলিশে একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়। দুজন পুলিশকর্মী আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। এরপর পুলিশের ওপর হামলাকারীদের একে একে গ্রেফতারও করা হয়। গ্রেফতার করা হয়েছে পুলিশকে লাথি মারা সাকিব নামে এক যুবককেও।

পশ্চিমবঙ্গ নয় করোনা লকডাউন রক্ষায় ব্যর্থ অবিজেপি রাজ্যগুলি, আঙুল তুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীপশ্চিমবঙ্গ নয় করোনা লকডাউন রক্ষায় ব্যর্থ অবিজেপি রাজ্যগুলি, আঙুল তুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

English summary
Rahul Sinha questions police sanctioned celebratory procession in Tikiapara in Howrah in Corona lockdown.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X