For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সরকার অযোগ্য, অপদার্থ! ব্যাঙ্ক বন্ধ অজুহাত, লকডাউন তোলার আসল কারণ ফাঁস করলেন রাহুল সিনহা

রাজ্যে ফের লকডাউনের দিনের পরিবর্তন নিয়ে রাজ্য সরকারে কড়া সমালোচনায় বিজেপির নেতা রাহুল সিনহা। প্রসঙ্গত এদিন নবান্নের তরফে জানানো হয়েছে ২৮ অগাস্ট কোনও লকডাউন হচ্ছে না।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ফের লকডাউনের দিনের পরিবর্তন নিয়ে রাজ্য সরকারে কড়া সমালোচনায় বিজেপির নেতা রাহুল সিনহা। প্রসঙ্গত বুধবার নবান্নের তরফে জানানো হয়েছে ২৮ অগাস্ট রাজ্যে কোনও লকডাউন হচ্ছে না। যা নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল।

কলকাতায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা! সুস্থতার হারেও রেকর্ড, জেনে নিন আপনার জেলার অবস্থাকলকাতায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা! সুস্থতার হারেও রেকর্ড, জেনে নিন আপনার জেলার অবস্থা

২৮ অগাস্ট লকডাউন নয়

২৮ অগাস্ট লকডাউন নয়

২৮ অগাস্ট, শুক্রবার যদি লকডাউন করা হয়, তাহলে পরপর ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন। সেই কারণে দিনবদল বলে জানানো হয়েছে। বাকি রয়েছে ২০, ২১, ২৭, ৩১ অগাস্ট। ২৮ অগাস্ট লকডাউন না হলেও এই চারদিন লকডাউন করা হবে।

৬ বার লকডাউনের দিন পরিবর্তন

৬ বার লকডাউনের দিন পরিবর্তন

প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল সিনহা বলেছেন, এনিয়ে ৬ বার লকডাউনের দিন পরিবর্তন করেছে রাজ্য সরকার। সরকার মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সরকারকে অযোগ্য, অপদার্থ বলে কটাক্ষ

সরকারকে অযোগ্য, অপদার্থ বলে কটাক্ষ

রাজ্য সরকারকে অযোগ্য অপদার্থ বলে কটাক্ষ করেন রাহুল সিনহা। তিনি বলেন, যে সরকার লকডাউন ঘোষণা করার আগে এটা দেখতে পারে না যে পরপর ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেই সরকার অযোগ্য, অপদার্থ ছাড়া আর কী হতে পারে।

তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন

তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন

রাহুল সিনহা বলেন, সরকারের আসল সত্য তুলে ধরার ক্ষমতা নেই। আসল কথা হল ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন। কটাক্ষ করে বলেন, তৃণমূল সরকার তাদের ছাত্র পরিষদের জন্মগিনই ভুলে গিয়েছে। পাশাপাশি ২৯ অগাস্ট মহরম। তাই রাজনৈতিক ও সাম্প্রদায়িক সুরসুরির কারণে লকডাউনকে তুলে নেওয়া হল।

English summary
Rahul Sinha criticises another change of lockdown date by West bengal Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X