For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-মমতাকে তীব্র আক্রমণ করে বাম-কং জোটকে জেতানোর ডাক রাহুল গান্ধীর

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কুলটি, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে এরাজ্যে প্রথম সভা করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। এদিন বর্ধমানের কুলটির নিয়ামতপুরে সভা করে একযোগে কেন্দ্র ও রাজ্যের সরকারকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। একইসঙ্গে বাম- কংগ্রেস জোটকেও জেতানোর দাবি জানান তিনি।

এদিন রাহুলের সভায় বংশগোপাল চৌধুরীর নেতৃত্ব বাম নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। সেই সভাতেই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাসরি আক্রমণ করেন তিনি। রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করেছে তৃণমূল, এই অভিযোগ জানান রাহুল।

মোদী-মমতাকে তীব্র আক্রমণ, বাম-কং জোটকে জেতানোর ডাক রাহুলের

একইসঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উদাহরণ টেনে তিনি জানান, মোদীজির সরকার বেছে বেছে কংগ্রেসি রাজ্যগুলিকে আক্রমণ করছে, সরকার ভেঙে দিচ্ছে। চাইছে যাতে সারা দেশে একটাই নেতা থাকে। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও এরাজ্যে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চাইছেন বলে অভিযোগ করেন রাহুল।

রাহুল জানান, কংগ্রেসের সাহায্য এরাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল। অথচ যেসমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, তার কোনওটাই পূরণ করতে পারেনি এই সরকার। এর পাশাপাশি এই সরকারের আমলে হওয়া একেরপর এক দুর্নীতি নিয়ে ও তার বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের নীরহ থাকা নিয়ে সরব হন কংগ্রেস সহ সভাপতি।

কুলটিতে আসার আগে কলকাতায় ভেঙে পড়া বিবেকানন্দ উড়ালপুল দেখে আসেন রাহুল গান্ধী। এই ঘটনাকে প্রতীকী হিসাবে দেখিয়ে রাহুল দাবি করেন, এই পুলই দেখিয়ে দিল, এরাজ্যে গত পাঁচ বছরে কোনও কাজই তৃণমূল সরকার করেনি।

English summary
Rahul Gandhi addresses rally in Kulti, attacks TMC-BJP both
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X