For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাসে উঠলেই দিতে হবে ২০ টাকা ভাড়া, তারপর কোন ধাপে কত দেখুন একনজরে

বাসে উঠলেই ভাড়া ২০ টাকা, তারপর কোন ধাপে কত ভাড়া একনজরে

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনের মাঝে রাজ্য জুড়েই বাড়ল বেসরকারি বাসের ভাড়া। এদিন আনুষ্ঠানিকভাবে বাস ভাড়া বৃদ্ধির কথা জানিয়েছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। কলকাতার ক্ষেত্রে বেসরকারি বাসে উঠলেই ভাড়া দিতে হবে ২০ টাকা। অন্যদিকে জেলার ক্ষেত্রে তা হবে ন্যূনতম ১৫ টাকা।

কলকাতায় বাসে উঠলেই ভাড়া ২০ টাকা

কলকাতায় বাসে উঠলেই ভাড়া ২০ টাকা

কলকাতায় বাসে উঠলেই ভাড়া দিতে হবে ২০ টাকা। এক্ষেত্রে প্রথম ৪ কিমির জন্য এই ভাড়া দিতে হবে। এরপর প্রতি স্টেজে ভাড়া বাড়বে ৫ টাকা করে। স্টেজগুলি হবে ৪ কিমির। অর্থাৎ ৪ থেকে ৮ কিমির মধ্যে হলে ভাড়া হবে ২৫ টাকা। ৮-১২ কিমি হলে ভাড়া হবে ৩০ টাকা। ১২-১৬ কিমির ক্ষেত্রে ভাড়া হবে ৩৫ টাকা আর ১৬-২০ কিমির ক্ষেত্রে ভাড়া হবে ৪০ টাকা। আর ২০ কিমির পরে প্রতি কিমিতে ১ টাকা করে ভাড়া বাড়তে থাকবে।

জেলায় বাসে উঠলেই ভাড়া ১৫ টাকা

জেলায় বাসে উঠলেই ভাড়া ১৫ টাকা

জেলার ক্ষেত্রে বাসে উঠলেই ১৫ টাকা ভাড়া দিতে হবে। তবে কোন স্টেজে কত ভাড়া হবে তা নিয়ে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

সরকারি বাস চলবে ভর্তুকিতে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী

সরকারি বাস চলবে ভর্তুকিতে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী

করোনা আবহে সরকারি বাসে যাত্রী সংখ্যা ২০ রাখা হবে। আর রাজ্য সরকার ভর্তুকি দিয়েই বাস চালাবে। বুধবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

 বাস মালিকদের দাবি

বাস মালিকদের দাবি

বাস মালিকরা দাবি করেছেন এই ভাড়া বৃদ্ধির পরেও লকডাউনে ২০ জন করে যাত্রী নিয়ে বাস চালালে প্রতিদিন তাঁদের ক্ষতির পরিমাণ ৩ হাজার টাকা। তাঁদের দাবি প্রতিদিন একটা বাস চালাতে খরচ হয় ৬ হাজার টাকা। যার মধ্যে রয়েছে টালকের ৮০০ টাকা, হেল্পার ৩০০-৩৫০ টাকা, ডিজেল ২০০০ টাকা, ব্যাঙ্কের কিস্তি ১৭০০ টাকা অন্য খরচ ৫০০ টাকা।

করোনা লকডাউনের মধ্যেই বিমান বন্দর থেকে চলবে বাস-ট্যাক্সি, ভাড়া ১০,০০০ টাকাকরোনা লকডাউনের মধ্যেই বিমান বন্দর থেকে চলবে বাস-ট্যাক্সি, ভাড়া ১০,০০০ টাকা

English summary
Private Bus fare increases in West Bengal. Joint Council of Bus syndicate has announced this.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X