For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ দিনের সফরে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, দলীয় কর্মসূচিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে

২ দিনের সরকারি সফরে রাজ্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১০ জানুয়ারি কলকাতায় আসছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

২ দিনের সরকারি সফরে রাজ্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১০ জানুয়ারি কলকাতায় আসছেন তিনি। রাতে থাকবেন রাজভবনে। এরপর ১১ জানুয়ারি পোর্টট্রাস্টের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আপাতত রাজ্যে কোনও দলীয় কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই।

 ২ দিনের সরকারি সফরে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, দলীয় কর্মসূচিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে

রাজ্যে সিএএ বিরোধী আন্দোলন জোরদার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ। সর্বশেষ লোকসভা ভোটের প্রচারে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। ভোটের পর এমন কী সিএএ পাশ হওয়ার পর প্রধানমন্ত্রী এই প্রথমবার রাজ্যে আসছেন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, যদি এই দফায় কোনও দলীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হাজির করানো যায়। তা নিয়ে তৎপরতা চলছে। রাজ্য বিজেপির তরফে প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যদি প্রধানমন্ত্রীর খুবই ব্যস্ততা থাকে, তাহলে যেন প্রতিনিধিদল দেখা করতে পারে, সেই চেষ্টাও চালানো হচ্ছে।

English summary
PM Narendra Modi will visit West Bengal on 10 and 11 January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X