For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ভোট প্রচারে এবার মোদীর সঙ্গে ড্রোন কিলার! প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোন ব্যবস্থা আসন্ন

  • |
Google Oneindia Bengali News

বঙ্গ বিজেপির তরফে বলাই হয়েছে যে, প্রায় প্রতি মাসেই দলের কোনও না কোনও তাবড় নেতা বাংলার বুকে পা রাখবেন। স্বভাবতই ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রচারে আসবেন মোদীও। আর সেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতেই এবার যুক্ত হল তাবড় শস্ত্র।

 ড্রোন কিলার ও মোদী

ড্রোন কিলার ও মোদী

ভারত ইলেকট্রনিক্সকে দেশের তাবড় অ্যান্টি ড্রোন সিস্টেমের নির্মাতা হিসাবে এগিয়ে রাখছে ডিআরডিও। এই প্রতিষ্ঠানের হাত ধরে ভারতের সেনা অ্যান্টি ড্রোন সিস্টেম পেয়েছে। যা শত্রুর ড্রোনকে মুহূর্তে ধ্বংস করে। আর এবার সেই উচ্চ মানের ড্রোন সংযুক্ত হতে চলেছে মোদীর নিরাপত্তায়।

 মোদীর উপর ড্রোন হামলার হুমকি!

মোদীর উপর ড্রোন হামলার হুমকি!

জানা যাচ্ছে, ২০২০ সাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ড্রোন হামলার হুমকি রয়েছে। আর তার কথা মাথায় রেখেই এবার প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় সংযুক্ত হয়েছে অ্যান্টি ড্রোন প্রযুক্তি। এটি তাঁর বাসভবনে যেমন থাকবে, তেমনই পোর্টেবল কিলার ড্রোন মোদীর জনসভাগুলিতে সঙ্গে থাকবে নিরাপত্তায়। ফলে ২০২১ বাংলা বিধানসভার নির্বাচনে মোদীর জনসভায় এই প্রযুক্তির নিরপাত্তা দেখা যেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

মোদীর নিরাপত্তা ও অস্ত্র

মোদীর নিরাপত্তা ও অস্ত্র

প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় মো ৩০০০ এসপিজি মোতায়েন থাকে। এঁদের অনেকেই 'সিক্রেট সার্ভিস অফ আমেরিকা' থেকে প্রশিক্ষিত বলে খবর শোনা গিয়েছে। জানা যায়, এই এসপিজির সঙ্গে থাকে এফএনএফ ২০০০ অ্যাসল্ট রাইফেল, অটোমেটিক গান, সেভেন্টিন এম রিভলভার।

 দিল্লি পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা

দিল্লি পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড় ভূমিকা পালন করে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী যে সড়ক দিয়ে কনভয় নিয়ে যান, তা ১০ মিনিট আগে থেকে ট্রাফিক মুক্ত করার দায়িত্ব দিল্লির রাস্তায় দিল্লি পুলিশের ওপর ন্যাস্ত থাকে। সেই মুহূর্তে ট্রাফিক একদিক দিয়ে চলার কথা। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর কনভয়ে বিএমডাব্লিউ ৭ সিরিজের গাড়ি নিরাপত্তার বিভিন্ন কারণে ব্যবহার করা হয়।

<strong>জম্মুতে ভারত সীমান্তের কাছে পাকিস্তানের গুপ্তচর ড্রোন! তুমুল চাঞ্চল্য শুরু</strong>জম্মুতে ভারত সীমান্তের কাছে পাকিস্তানের গুপ্তচর ড্রোন! তুমুল চাঞ্চল্য শুরু

English summary
PM Narendra Modi to have Drone killer as part of his security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X