For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার কি রাজনীতিতে ফুরফুরা শরিফের কর্মকর্তারা, নির্বাচনে প্রার্থীর সংখ্যা ঘোষণায় চিন্তার ভাজ তৃণমূলে

এবার কি রাজনীতিতে ফুরফুরা শরিফের কর্মকর্তারা, বিধানসভা নির্বাচনে প্রার্থীর সংখ্যা ঘোষণায় চিন্তার ভাজ তৃণমূলে

  • |
Google Oneindia Bengali News

মাঝে একটি বছর। তারপরেই বিধানসভার নির্বাচনে। বিভিন্ন রাজনৈতিক দল যেমন তাদের সংগঠন গোছাতে ব্যস্ত, ঠিক তেমনই এই একটি বছরও তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যালঘু ভোটও রাজনৈতিক দলগুলির কাছে গুরুত্বপূর্ণ। তবে এরই মধ্যে হুগলির ফুরফুরা শরিফের কর্মকর্তাদের বিদ্রোহে চিন্তার ভাজ তৃণমূলের সর্বোচ্চ মহলে।

পীরজাদা আব্বাস সিদ্দিকির বাড়িতে পুলিশের

পীরজাদা আব্বাস সিদ্দিকির বাড়িতে পুলিশের

প্রকাশিত খবর অনুযায়ী গতমাসে পীরজাদা আব্বাস সিদ্দিকির বাড়িতে হানা দিয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এরপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষিপ্ত আব্বাস সিদ্দিকি।

২০২১-এর নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী

২০২১-এর নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী

ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি জানিয়েছেন, ২০২১-এর নির্বাচনে তিনি ৪৪ আসনে প্রার্থী দেবেন। ৪৪ টি জায়গায় গরিবদের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এপ্রসঙ্গে আব্বাস সিদ্দিকি বলেন, তিনি জনগণের। তাঁর দাদার মতো তিনিও জনগণকেই ভালবাসেন। দাদা হুজুরের মুখের দিকে তাকিয়ে বাংলার মানুষকে বাঁচাবার স্বার্থে রাজনীতি যদি করতে হয়, তাহলে তা তিনি করবেন। তাঁর পাল্টা প্রশ্ন রাজনীতি করা কি হারাম। তিনি বলেন, যদি কেউ হারাম প্রমাণ করতে পারেন, তাহলে তিনি রাজনীতি করবেন না।

 দলিত আদিবাসীদের নিয়েও প্রশ্ন

দলিত আদিবাসীদের নিয়েও প্রশ্ন

পীরজাদা আব্বাস সিদ্দিকি বলেছেন, স্বাধীনতার ৭৩ বছর পরেও দেশে দলিত, আদিবাসীদের স্থান কোথায়। উত্তর প্রদেশে মন্দিরে ঢোকায় ২৫ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে। ঘোড়ার পিছে চড়ায় প্রাণ দিতে হচ্ছে।

 ত্বহা সিদ্দিকির তোপ

ত্বহা সিদ্দিকির তোপ

তৃণমূলের শাসনকালে ফুরফুরা শরিফকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। উন্নয়নের জন্য নানা কথা ঘোষণা করা হয়েছে। যদিও ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকির অভিযোগ করেছিলেন, উন্নয়নের নামে ভাঁওতা দেওয়া হয়েছে। তিনি বলেছিলেন, শুধুমাত্র রাস্তার ধারে ত্রিফলা আলো দেওয়া হয়েছে। যদিও বেশিরভাগ আলোই জ্বলে না। ফুরফুরা শরিফের মুসাফির খানা নিয়েও অভিযোগ করেছিলেন তিনি।

বছরের তিনটি দিনে ফুরফুরা শরিফে প্রায় ত্রিশ লক্ষ মানুষের আগমন হয় দাবি করে, ত্বহা সিদ্দিকির অভিযোগ করেছিলেন, সরকার এরজন্য আঠারো লক্ষ টাকা খরচ করে। অন্যদিকে গঙ্গাসাগর মেলায় প্রায় ৫ লক্ষ পূণ্যার্থীর জন্য সত্তর কোটি টাকা খরচ করা হয়।

সিএএ-তে মুসলিমদের অন্তর্ভুক্তি চান তসলিমা নাসরিনসিএএ-তে মুসলিমদের অন্তর্ভুক্তি চান তসলিমা নাসরিন

English summary
Pirjada Abbas Siddique of Furfura Sharif announces to give candidate in 44 constituencies in Assembly Elections. Before that they have alleged lack of Development.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X