For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চারঘণ্টার ম্যারাথন সিবিআই জেরার পর বেরিয়ে পার্থ বললেন- ‘নাথিং সিরিয়াস’

দুপুর ২.১০ থেকে ৫.৫০। প্রায় চার ঘণ্টার ম্যারাথন জেরার মুখে পড়লেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থবাবু জানিয়ে দিলেন, নাথিং সিরিয়াস।

Google Oneindia Bengali News

দুপুর ২.১০ থেকে ৫.৫০। প্রায় চার ঘণ্টার ম্যারাথন জেরার মুখে পড়লেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থবাবু জানিয়ে দিলেন, নাথিং সিরিয়াস। আমাদের সংগঠনের ব্যাপারে ডেকেছিল। কথাবার্তা হয়েছে। চারঘণ্টা সিবিআই জেরা থেকে বেরিয়ে কেন দেরি হল তার ব্যাখ্যাও দিলেন পার্থবাবু।

চারঘণ্টার ম্যারাথন সিবিআই জেরার পর বেরিয়ে পার্থ বললেন- ‘নাথিং সিরিয়াস’

কেন দেরি হল তার ব্যাখ্যায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, বসেছিলাম। বলে না হাইকম্যান্ডে থাকলাম, আসলে ছিলাম বাথরুমে। এদিনই নোটিশ পেয়ে সিবিআই দফতরে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের মুখপত্র জাগোবাংলার তহবিলে চিটফান্ডের টাকা পয়সার যোগসাজোশ নিয়েই এই জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ধারণা ছিল রাজনৈতিক মহলের। এই ব্যাপারে আগে জেরা করা হয় সুব্রত বক্সি ও জেরেক ও'ব্রায়েনকে।

এদিন চিটফান্ডকাণ্ডে জেরা করা হয় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও। রাজীবের হয়ে দুজন সিআইডি আধিকারিক সিবিআই দফতরে চিঠি নিয়ে যান। তিনি চিঠিতে লেখেন ১৯ আগস্টের পর হাইকোর্টে হাজিরা দেবেন। এরপর সিবিআই সেই তত্ত্ব খারিজ করে রাজীব কুমারকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইমতো বেলা দুটোয় তিনি পৌঁছন সিজিও কমপ্লেক্সে।

English summary
TMC’s general Secretary Partha Chatterjee says after CBI investigation, nothing serious
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X