For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামিন খারিজ হয়ে সিবিআই হেফাজতে সুবীরেশ! পার্থের মুখোমুখি বসানো নিয়ে জল্পনা

১০ দিনের সিবিআই হেফাজতে সুবীরেশ! পার্থের মুখোমুখি বসানো নিয়ে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

খারিজ হয়ে গেল সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন। দীর্ঘ শুনানি শেষে জামিনের আবেদন খারিজ করে সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন এসএসসি চেয়ারম্যানের। অন্যদিকে শিক্ষক দুর্নীতি মামলাতে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। দীর্ঘ জেরায় অনেকটাই ভেঙে পড়েছেন তিনি।

সিবিআই হেফাজত নির্দেশ

সিবিআই হেফাজত নির্দেশ

এদিন সিবিআইয়ের তরফে স্পষ্ট কিছু যুক্তি দেওয়া হয় আদালতে। আইনজীবী মারফৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, বড় ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে সুবীরেশ ভট্টাচার্য। এই বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও আদালতে সওয়াল জবাবে জানান কেন্দ্রীয় আইনজীবী। এমনকি প্রাক্তন এসএসসি চেয়ারম্যান তদন্তে সহযোগিতা করছেন না বলেও অভিযোগ সিবিআইয়ের। তবে পালটা সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী জানান, উনি সবরকম ভাবে সাহায্য করছেন। ফলে জামিন দেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এবং ৬ দিনের সিবিআই হেফাজত নির্দেশ দিয়েছে। যদিও এর আগে ১০ দিনের জন্যে সুবীরেশকে চেয়েছিল সিবিআই,

পার্থের মেডিক্যাল পরীক্ষা

পার্থের মেডিক্যাল পরীক্ষা

নিয়োগ কেলেঙ্কারির মাস্টারমাইন্ড পার্থ। ইতিমধ্যে দাবি করেছে সিবিআই। সেই মতো নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা। তবে আজ মঙ্গলবার সিবিআই অফিসে এক চিকিৎসক আসেন। যিনি পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করেন বলে খবর। আর এরপরেই আজ ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে বের হওয়ার সময় কোনও মন্তব্য করতে চাননি তিনি। সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও চুপ ছিলেন।

মুখোমুখি বসানো হতে পারে

মুখোমুখি বসানো হতে পারে

গত কয়েকদিন আগেই সিবিআই জেরায় পার্থ সমস্ত দোষ অফিসারদের দিকে ঠেলে দেন। তিনি জানান, অফিসারদের ভরসা করেছিলাম। তাঁরা কাগজ দিতেন আমি শুধুই সই করে দিতাম। আর এরপরেই গ্রেফতার সুবীরেশ ভট্টাচার্য। যা খুবই তাৎপর্যপূর্ণ। যিনি দীর্ঘ সময় এসএসসির চেয়ারম্যান ছিলেন। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের মুখোমুখি সুবীরেশবাবুকে বসানো হতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন করে পার্থকে হেফাজতে চাইতে পারে সিবিআই। ইতিমধ্যে তদন্তকারীদের হেফাজতে রয়েছেন শান্তিপ্রসাদ সিনহাও। ফলে একসঙ্গে চারজনকে মুখোমুখি বসিয়ে তিথ্য যাচাই সিবিয়াই করতে পারে বলেই খবর। উল্লেখ্য, বুধবারই শেষ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হেফাজতের মেয়াদ। ইতিমধ্যে কল্যাণময় ভট্টাচার্জও সিবিআই হেফাজতে রয়েছেন।

সুবীরেশ ইস্যুতে ভাবছে সরকার

সুবীরেশ ইস্যুতে ভাবছে সরকার

এই প্রথম নিয়োগ কেলেঙ্কারিতে একজন উপাচার্যকে গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে জোর চর্চা। আর এর বিতর্কের মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবছে সরকার। জানালেন ব্রাত্য বসু। এমনকি এই বিষয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সাদা-লাল পতাকায় ঢাকল রাজপথ! অবরুদ্ধ ধর্মতলায় ইনসাফ সভার জায়গা বদল, তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ বামেদের সাদা-লাল পতাকায় ঢাকল রাজপথ! অবরুদ্ধ ধর্মতলায় ইনসাফ সভার জায়গা বদল, তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ বামেদের

English summary
Partha Chatterjee and Subiresh can be questioned by CBI together
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X