For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনী সন্ত্রাসের প্রথম বলি ডোমকলের সিপিএম কর্মী, রিপোর্ট তলব কমিশনের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুর্শিদাবাদ, ২১ এপ্রিল : নির্বাচনী সন্ত্রাসের শিকার ডোমকলের সিপিএম কর্মী তহিদুল ইসলাম। নির্বাচন চলাকালীন বুথের সামনে তাকে লক্ষ্য করে বোমা মেরে খুন করা হল তহিদুলকে। অভিযোগ তৃণমূল দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।

তৃতীয় দফা নির্বাচনের LIVE UPDATE পড়ুন এই লিঙ্কে ক্লিক করে

বৃহস্পতিবার রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ ঘিরে বুধবার রাত থেকেই উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের ডোমকল। কিছু কিছু জায়গায় রাতে বোমাবাজি হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ। সকাল থেকেই বোমাবাজি, বন্দুক নিয়ে দুষ্কৃতীরা এলাকায় দাপাদাপি করে।

নির্বাচনী সন্ত্রাসের বলি ডোমকলের সিপিএম কর্মী, রিপোর্ট তলব

ঠিক সেই সময়ে তহিদুর শিরোপাড়া বুথের সামনে আসতেই তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাহিদুল। বোমার আওয়াজে হুড়োহুড়ি পরে গেলে সেই সুযোগে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় সিপিএমের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী তৃণমূল নেতা কামরুজ্জামানের বিরুদ্ধে।

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনের দাবি এই ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। কংগ্রেস-সিপিএম সংঘর্ষে মৃত্যু হয়েছে তাহিদুলের।

ডোমকলের সিপিএম প্রার্থী খুনের ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। এসএমএস-এর মাধ্যমে প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছেন জেলাশাসক। রিপোর্টে জানানো হয়েছে ১ ঘন্টার বেলাগাম বোমাবাজিতেই মৃত্যু হয়েছে তাহিদুলের।

অন্যদিকে ২৪ ঘন্টার খবর অনুযায়ী, ডোমকলে সিপিএম কর্মী খুনের ঘটনায় কমিশনকে রিপোর্ট পাঠালেন পুলিশ সুপার। রিপোর্টে বলা হয়েছে, "মৃতের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। বুথ থেকে ৫০০ মিটার দূরে খুন। "

English summary
One CPI(M) worker dies after a crude bomb was allegedly hurled by TMC workers in Domkol, Murshidabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X