For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীকে দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী আখ্যা দিলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক

নরেন্দ্র মোদি বেলুড় মঠে আসায় আমরা গর্বিত। তিনি দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী। এমনটাই বললেন বেলুড় মঠের সেক্রেটারি সুবীরানন্দ মহারাজ।

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদি বেলুড় মঠে আসায় আমরা গর্বিত। তিনি দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী। এমনটাই বললেন বেলুড় মঠের সেক্রেটারি সুবীরানন্দ মহারাজ। আজ কলকাতা সফরের দ্বিতীয় দিনে স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বেলুড়মঠে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এই কথা বলেন বেলুড় মঠের সেক্রেটারি সুবীরানন্দ মহারাজ।

'বেলুড়মঠ আমার বাড়ির মতো'

'বেলুড়মঠ আমার বাড়ির মতো'

রবিবার বেলুড়মঠে ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বেলুড়মঠে বক্তৃতা রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, 'বেলুড়মঠে আসতে পারা যে কোনও মানুষের জন্যে তীর্থ যাত্রার থেকে কম নয়। তবে আমার কাছে এখানে আসা বাড়িতে ফেরার মতো।' নরেন্দ্র মোদী আরও বলেন, 'গতরাতে আমাকে এখানে থাকতে দেওয়ার জন্যে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্টকে ধন্যবাদ যানাতে চাই। পাশাপাশি আমি সরকারকেও ধন্যবাদ জানাতে চাই। সরকারের অনেক প্রোটোকল থাকা সত্ত্বেও আমার ইচ্ছা অনুসারে আমাকে থাকতে দেওয়ার জন্যে আমি সবাইকে ধন্যবাদ জানাই।'

বিবেকানন্দ সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য

বিবেকানন্দ সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য

এরপর স্বামী বিবেকানন্দ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, 'স্বামী বিবেকানন্দ কেবল একজন মহান ব্যক্তি বা সন্যাসী ছিলেন না। তিনি এক জীবন ধারা ছিলেন। তিনি তাঁর সময়কালে গরিব মানুষের জন্যে কল্যাণমূলক কাজ করেছেন। আজও তাঁর অনুপ্রেরণায় মানুষ বাঁচার উর্জা খুঁজে পায়। আজও দেশের যুব সমাজ তাঁর থেকে অনুপ্রেরণা পায়।'

সিএএ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী

সিএএ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী

পরে সিএএ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, 'দেশে সিএএ নিয়ে যুব সমাজের মনের মধ্যে অবান্তর ও অপ্রাসঙ্গিক প্রশ্ন ভরে দিয়েছে কয়েকজন মানুষ। দেশের যুবসমাজের অনেকেই সিএএ নিয়ে ভ্রমের শিকার হয়েছে। তবে তাদের সেই সন্দেহকে দূর করে এই আইন নিয়ে স্পষ্ট একটি ধারণা তুলে ধরতে হবে। এবং এটা করা আমাদের কর্তব্য। তাই আমি জাতীয় যুব দিবসে ভারত তথা বাংলা তথা উত্তর-পূর্বের যুব সমাজের ভুল ভাঙাতে চাই।'

প্রধানমন্ত্রীর বক্তৃতা নিয়ে কোনও মন্তব্য নয়

প্রধানমন্ত্রীর বক্তৃতা নিয়ে কোনও মন্তব্য নয়

এদিকে বেলুড়মঠে সিএএ-র মতো একটি রাজনৈতিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বক্তৃতা দেওয়ার বিষয়ে অবশ্য মুখ খুললেন না বেলুড় মঠের সেক্রেটারি সুবীরানন্দ মহারাজ। অনুষ্ঠান শেষে এই বিষয় তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'বেলুড় মঠ দেবোত্তর সেবা করে জীব সেবার মাধ্যমে। ভারতীয় ঐতিহ্যে অতিথি মানেই দেবতা। দেবতার সেবা করাই আমাদের কর্তব্য। তাই কোনও অতিথি এসে বেলুড় মঠে কোনও মন্তব্য করলে তা নিয়ে নিজেদের মত ব্যক্ত করবে না বেলুড় মঠ ৷'

কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠক, দিল্লির নির্বাচনের জন্য ১৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে জল্পনাকংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠক, দিল্লির নির্বাচনের জন্য ১৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে জল্পনা

English summary
narendra modi is one of the best pm of india said ramakrishna mission secretary suvirananda maharaj
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X