For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংকটের মাঝে ২৩ এপ্রিল বাংলায় আসছেন না মোদী, টুইটে জানালেন 'কারণ'

  • |
Google Oneindia Bengali News

সপ্তম দফা ভোটের আগে শুক্রবারই রাজ্যে আসার কথা ছিল মোদীর। পূর্ব পরিকল্পিত সূচি অনুযায়ী তিনি শহিদ মিনার সহ একাধিক সমাবেশ করবেন , এমনটাই ঠিক ছিল। এই পরিস্থিতিতে আচমকাই এদিন প্রধানমন্ত্রী টুইটে জানালেন তিনি ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে আসছেন না। তার সঙ্গেই জানিয়ে দিলেন কারণ।

 শহিদ মিনারের ঐতিহাসিক সভা ও মোদী

শহিদ মিনারের ঐতিহাসিক সভা ও মোদী

এদিকে, আগেই প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী শহিদ মিনারে শুক্রবার সভা হওয়ার কথা ছিল মোদীর। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর জানান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেবলমত্র ৫০০ জনের জনসমাবেশে ভাষণ দেবেন। তবে তারপরই এদিন মোদী জানিয়ে দেন যে তিনি আগামীকাল রাজ্যে পা রাখছেন না।

 নরেন্দ্র মোদী কী জানিয়েছেন?

নরেন্দ্র মোদী কী জানিয়েছেন?

এদিকে, এক টুইটে নরেন্দ্র মোদী এদিন জানান, আগামীকাল দেশের সার্বিক কোভিড পরিস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। তার জেরেই তিনি ২৩ এপ্রিল বাংলায় আসছেন না। এদিকে, মোদীর সভা ঘিরে বঙ্গবিজেপি কার্যত সমস্ত আয়োজন তুঙ্গে রাখে। ৫০০ জনের জমায়েত হওয়ার কথা থাকলেও মোদীকে স্থানীয় মানুষদের কাছে পৌঁছে দিতে বহু জায়গায় এলইডি স্ক্রিনের বন্দোবস্ত করা হয়েছে। জানা গিয়েছে ভার্চুয়াল সভায় নরেন্দ্র মোদী এই পরিস্থিতিতে নিজের বক্তব্য রাখবেন।

 তড়িঘড়ি দিল্লি ফিরছেন অমিত শাহ!

তড়িঘড়ি দিল্লি ফিরছেন অমিত শাহ!

এদিকে জানা গিয়েছে, দিল্লি থেকে জরুরি তলব পেয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন নিজের বাকি দুই সভা বাতিল করে দিল্লি ফিরে যাচ্ছেন। দেশে ক্রমেই জটিল হতে থাকা কোভিড পরিস্থিতির জেরে অমিত শাহ এমন পদক্ষেপ নিচ্ছেন বলে সূত্রের দাবি।

 মমতার তোপ, কোভিড পরিস্থিতি ও মোদী

মমতার তোপ, কোভিড পরিস্থিতি ও মোদী

এদিকে , ভ্যাকসিনের দামের ভিন্নতা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর কাছে বিস্ফোরক চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি একটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার থেকে কেন্দ্র যখন ভ্যাকসিন কিনছে তখন তার দাম ১৫০ টাকা প্রতি ডোজ, আর রাজ্য কিনলে প্রতি ডোজের দাম কেন ৪০০ টাকা হবে? এর আগে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একটি দলীয় জনসভায় ফের দাবি করেন শেষ ২ দফার ভোট এক দফায় করতে। সেই সঙ্গেই দিদির বক্তব্য, প্রধানমন্ত্রীর প্রচার শেষ হওয়ার পর কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকে তাকিয়ে তিনি। এই প্রসঙ্গে মমতা শুক্রবার মোদীর সভার উল্লেখ করেন।

 মোদীকে খোঁচা প্রশান্ত কিশোরের

মোদীকে খোঁচা প্রশান্ত কিশোরের

এদিকে, মমতার ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর এদিন এক টুইট খোঁচায় লেখেন, 'দম বন্ধ হয়ে আসছে। ' দেশের অক্সিজেনের কমতি প্রসঙ্গে এমনই বক্তব্য রেখে মোদীকে খোঁচা দিতে ছাড়েননি তিনি।

English summary
Narendra Modi cancels his West Bengal campaign for tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X