For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু অধিকারীর কথাই কি সত্যি? এবার লটারিতে ১ কোটির বিজেতা অনুব্রত গড়ের তৃণমূল নেতার ভাইয়ের স্ত্রী

শুভেন্দু অধিকারীর কথাই কি সত্যি? এবার লটারিতে ১ কোটির বিজেতা অনুব্রত গড়ের তৃণমূল নেতার ভাইয়ের স্ত্রী

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে লটারির রমরমা। কোনও জায়গায় কিছুটা দূরে দূরে টেবিল পেতেই চলছে লটারির দোকান। তবে এই লটারি নিয়ে অভিযোগ রয়েছে সাধারণ মানুষ থেকে বিরোধীদের। আর হবে নাই বা কেন। খবর প্রকাশিত হয়েছিল, লটারিতে জ্যাকপট পুরস্কার জিতেছিলেন অনুব্রত মণ্ডল। তারপর সেই তালিকায় যুক্ত হয়েছিলেন তৃণমূল বিধায়কের স্ত্রী। এবার সেই তালিকায় যুক্ত হলেন অনুব্রত গড়ের তৃণমূল নেতার ভাইয়ের স্ত্রী।

তৃণমূল বিধায়কের ভাইয়ের স্ত্রী জিতেছেন লটারি

তৃণমূল বিধায়কের ভাইয়ের স্ত্রী জিতেছেন লটারি

অনুব্রত মণ্ডল জেলা হেফাজতে। এদিনই তাঁর হেফাজতের মেয়াদ আরও বাড়িয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আর সেদিনি কিনা সামনে এল বীরভূমের নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং-এর আত্মীয় রাকেশ সিং-এর স্ত্রীর লটারি জেতার খবর। রাজেন্দ্র প্রসাদ সিং-এর সম্পর্কের ভাই রাকেশ সিংও রাজনীতি করেন। তিনি তৃণমূলের নলহাটি শহরের সভাপতি। তাঁর স্ত্রী নেরু সিং লটারির জ্যাকপট পুরস্কার পেয়েছেন। সংশ্লিষ্ট লটারির সংস্থার ওয়েবসাইট জানান দিচ্ছে গত ১৪ জুলাইয়ের খেলায় নেরু সিং ১ কোটি টাকা জিতেছেন।

 মন্তব্যে নারাজ বিধায়ক-নেতা

মন্তব্যে নারাজ বিধায়ক-নেতা

পরিবারের সদস্যদের ১ কোটি টাকার লটারি জেতা নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি কেউই। নলহাটির বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উত্তর দেন, বাইরে আছেন। আর এব্যাপারে তাঁর কিছু জানা নেই। অন্যদিকে তৃণমূলের নলহাটি শহরের সভাপতি রাকেশ সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উৎসবে ব্যস্ত থাকায় এখন কিছু বলতে পারছেন না। পরে এব্যাপারে কথা বলবেন।

অনুব্রতের পরে তৃণমূল বিধায়কের স্ত্রী

অনুব্রতের পরে তৃণমূল বিধায়কের স্ত্রী

বেশ কয়েকমাস আগে খবর প্রকাশিত হয়, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল লটারিতে ১ কোটি টাকা জিতেছেন। এব্যাপারটি অনুব্রত মণ্ডল সেই সময় স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। সাম্প্রতিক সময়ে জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবের গুপ্তার স্ত্রী রুচিকা গুপ্তের লটারি জেলার খবর প্রকাশিত হয়েছে। যা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। যদিও তৃণমূল বিধায়ক বলেছেন, সেই লটারি চালায় বিজেপি শাসিত নাগাল্যান্ড সরকার। লটারিতে টাকা পাওয়া অন্যায়, না টিকিট কাটা ভুল, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

সাধারণ মানুষ টিকিট কাটে, পুরস্কার জেতেন তৃণমূল নেতারা

শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লটারির জ্যাকপট পুরস্কার জেতা নিয়ে তৃণমূলকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন লটারি কাটেন সাধারণ মানুষ, তাঁদের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনের আসায়। আর জ্যাকপট পুরস্কার জেতেন তৃণমূলের নেতারা। তিনি ওই লটারিকে ভাইপো লটারি বলেও কটাক্ষ করেছিলেন। এর পিছনে আর্থিক তছরুপের ইঙ্গিত করেছিলেন তিনি।

সব জানতেন পার্থ! তবু মানিকের প্রতারণার হাত থেকে বাঁচাননি, চাঞ্চল্যকর দাবি ইডিরসব জানতেন পার্থ! তবু মানিকের প্রতারণার হাত থেকে বাঁচাননি, চাঞ্চল্যকর দাবি ইডির

English summary
Nalhati TMC MLA Rajendra Prasad Singh's sister in law wins 1 crore in lottery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X