For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু একাই হারিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে! নির্বাচনী প্রচারে গিয়ে নিশ্চিত জয়ের ব্যাখ্যা মুকুলের

তৃণমূল কেন হারবে, তার ব্যাখ্যা দিলেন বিজেপি নেতা মুকুল রায়। পশ্চিম মেদিনীপুরের খড়়গপুরে উপনির্বাচনে প্রচারে এসে মুকুলের খোঁচা তারই প্রাক্তন সতীর্থ শুভেন্দু অধিকারীকে।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস কেন হারবে, তার ব্যাখ্যা দিলেন বিজেপি নেতা মুকুল রায়। পশ্চিম মেদিনীপুরের খড়়গপুরে উপনির্বাচনে প্রচারে এসে মুকুলের খোঁচা তারই প্রাক্তন সতীর্থ শুভেন্দু অধিকারীকে। শুভেন্দুকে খোঁচা দিয়ে তিনি বলেন, শুভেন্দু একাই হারিয়ে দেবেন তৃণমূলকে। বিজেপির জয় খড়গপুরে নিশ্চিত। নিশ্চিত মুকুল রায়।

শুভেন্দু দায়িত্ব নেওয়া মানেই তৃণমূলের হার

শুভেন্দু দায়িত্ব নেওয়া মানেই তৃণমূলের হার

কারণ ব্যাখ্যা করে মুকুল রায় বলেন, এর আগে যে যে জেলায় শুভেন্দু দায়িত্ব নিয়েছিলেন, সেইসব জেলায় তৃণমূল কংগ্রেস হেরেছে। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর- কোথাও জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। শুভেন্দু দায়িত্ব নেওয়া মানেই তৃণমূলের হার। তাহলে খড়গপুরে তার অন্যথা হবে কেন!

উপনির্বাচনে তাই বিজেপির জয় নিশ্চিত

উপনির্বাচনে তাই বিজেপির জয় নিশ্চিত

রেল শহর খড়গপুরের উপনির্বাচনে তাই বিজেপির জয় নিশ্চিত হয়ে গিয়েছে। কোনও সংশয়ই নেই তাঁদের। দু-দলের চাপান-উতোরের মধ্যে মোক্ষম এক কারণ ব্যাখ্যা করলেন মুকুল রায়। শুভেন্দুকে দায়িত্ব দেওয়ার পরই আমরা নিশ্চিত হয়ে গিয়েছি। তাই আমরা এখন চেষ্টা করছি, জযের মার্জিন কতটা বাড়িয়ে নেওয়া যায়।

শুভেন্দুর বড়় নেতা কটাক্ষ মুকুলকে

শুভেন্দুর বড়় নেতা কটাক্ষ মুকুলকে

মুকুল রায়ের এই আক্রমণ নিয়ে অবশ্ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী কোনও পাল্টা মন্তব্য করতে চাননি। তিনি শুধু জানিয়েছেন, উনি বিজেপির বড় নেতা। উনি এইরকম ব্যাখ্যা, ব্যক্তিগত আক্রমণ করতেই পারেন। এই নির্বাচনের ফলই কথা বলবে আমাদের হয়ে। তাই তদিন পর্যন্ত চুপ থাকাই শ্রেয় বলে মনে করছি।

 শুভেন্দু-মুকুল দ্বৈরথ উপনির্বাচনে

শুভেন্দু-মুকুল দ্বৈরথ উপনির্বাচনে

খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচনের প্রচারে তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী চষে বেড়াচ্ছেন কেন্দ্র। একই সঙ্গে এই কেন্দ্রের প্রচারে এসেছেন বিজেপি নেতা প্রাক্তন তৃণমূলী মুকুল রায়। তিনি খড়গপুরে পদযাত্রায় অংশ নিয়ে শুভেন্দুকে একহাত নেন। শুভেন্দু মুকুলকে নিশানার রাস্তায় না গিয়ে বিজেপির ব্যর্থতা, দিলীপ ঘোষে ব্যর্থতা তুলে ধরেন।

English summary
Mukul Roy says Subhendu Adhikari alone will defeat TMC in Kharagpur. Because TMC defeat when Subhendu takes charge,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X