For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাবধান! মুকুল বসে আছেন বঁড়শি হাতে, মমতার বুমেরাং হতে পারে ‘প্রেস্টিজ ফাইটে’

মুকুল বসে আছেন বঁড়শি হাতে, মমতার মন্তব্য বুমেরাং হতে পারে ‘প্রেস্টিজ ফাইট’-এ

Google Oneindia Bengali News

২০২১-এর আগে তৃণমূলে চরম অস্বস্তির কারণ হয়ে উঠেছে নিজেদের মধ্যেই কাদা ছোঁড়াছুঁড়ি। দলে লেগে রয়েছে অন্তর্দ্বন্দ্ব, মারামারি ও গোষ্ঠীসংঘর্ষ। তৃণমূলের নিচু তলা থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত এই রোগে আচ্ছন্ন হয়ে পড়েছে। আর তা রুখতে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বার্তা বুমেরাং হবে না তো! মুকুল যে বঁড়শি নিয়ে বসে আছেন।

মুকুলের প্ল্যান তৃণমূলকে ভাঙতে

মুকুলের প্ল্যান তৃণমূলকে ভাঙতে

তৃণমূল কংগ্রেসের পক্ষে এখন ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে দলের কোন্দল রোধ করে ২০২১-এর যুদ্ধ জয়ে করে আসা। ২০২১ শুধু মহাসংগ্রাম নয়, প্রেস্টিজ ফাইটও মমতা ও মুকুলের। সেই যুদ্ধে উভয়েই কৌশ রচনা করছেন। শেষপর্যন্ত কার কৌশল ক্লিক করে, তা-ই দেখার। মমতার সমস্যা দলের ভাঙন রোধ করা। প্রকারান্তরে মুকুল চাইবেন তৃণমূলের কোমর ভেঙে দিতে।

তৃণমূল ফের ভাঙবে ২০১৯-এর পথে

তৃণমূল ফের ভাঙবে ২০১৯-এর পথে

তৃণমূলের এই কোন্দলকেই পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি। তৃণমূলের শীর্ষ নেতৃত্বে ক্রমবর্ধমান অসন্তোষ এবং বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে তৃণমূলকে রাজ্যের শাসন ক্ষমতা থেকে হটানোই মূল লক্ষ্য তাদের। ২০১৯ লোকসভা নির্বাচনে যে অস্ত্রে তৃণমূলকে ঘায়েল করে ছেড়েছিল বিজেপি, ২০২১-এও সেই প্রেক্ষাপট সাজানো রয়েছে। শুধু আগুনে একটু ঘি দিলেই চলবে।

বঁড়শি পেতে বসে আছেন মুকুল

বঁড়শি পেতে বসে আছেন মুকুল

সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বর্যীয়ান মন্ত্রী সাধন পাণ্ডে, সুব্রত মুখোপাধ্যায় এবং সাংসদ মহুয়া মৈত্ররা রাজ্য-রাজনীতিতে বিতর্কের সৃষ্টি করেছেন। দলের প্রবীণ ও গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীদের দ্বারা জনসমক্ষে বিতর্কিত মন্তব্য বেকায়দায় ফেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলের এই কোন্দলের মাঝে বঁড়শি পেতে বসে রয়েছে বিজেপি।

মমতার বক্তব্যে বুমেরাংয়ের ইঙ্গিত

মমতার বক্তব্যে বুমেরাংয়ের ইঙ্গিত

তৃণমূলে এই বিতর্কের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্যই আবার বুমেরাং হয়ে যেতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পার্টির বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন, কেউ চাইলে দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন। তারপরও তৃণমূলের গোষ্ঠীকোন্দল বা প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করা বন্ধ হয়নি। বিজেপি এই পরিস্থিতে বেশ মজা লুঠছে।

মুকুলের পথই কি নেবেন সাধনরা

মুকুলের পথই কি নেবেন সাধনরা

এখানে উল্লেখ্য, এমনই গণ্ডগোলের জেরে মুকুল রায়ের মতো নেতাকে হারাতে হয়েছিল তৃণমূলকে। তার অভাব এখনও বোধহয় তৃণমূল কংগ্রেসে। তৃণমূলে তিনি সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন। এখন দলের প্রবীণ নেতাদের মধ্যে যদি এমন অসন্তোষ তৈরি হয় তা ২০২১-এ তৃণমূলের পক্ষে খুবই খারাপ খবর। এখন সাধন, সুব্রতদের মতো নেতারা যদি দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তৃণমূল বিপাকে পড়বেই একুশের লড়াইয়ে।

বিজেপিকে আর কী করে রুখবে তৃণমূল! একুশের যুদ্ধের আগে নয়া কৌশল মুঠোবন্দিবিজেপিকে আর কী করে রুখবে তৃণমূল! একুশের যুদ্ধের আগে নয়া কৌশল মুঠোবন্দি

English summary
Mukul Roy is ready to break TMC after Mamata Banerjee’s boomerang comment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X