For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গ বিজেপির শীর্ষাসনে সেই দিলীপই, মুকুলের তাহলে কি হবে, জল্পনা তুঙ্গে

বিজেপির রাজ্য সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার দু-বছর পরেও পদহীন মুকুল রায়। সভাপতি নির্বাচনের পর এবার রাজ্য কমিটি গঠন হবে বিজেপির।

Google Oneindia Bengali News

বিজেপির রাজ্য সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার দু-বছর পরেও পদ পেলেন না মুকুল রায়। সভাপতি নির্বাচনের পর এবার রাজ্য কমিটি গঠন হবে বিজেপির। এবার কি রাজ্য বিজেপির কোনও পদে দেখা যাবে মুকুল রায়কে? লাখ টাকার সেই প্রশ্নের উত্তর মিলবে সোমবার।

বিজেপি রাজ্য কমিটিতে রদবদল!

বিজেপি রাজ্য কমিটিতে রদবদল!

সোমবার বিজেপি রাজ্য কমিটিতে রদবদল ঘটতে চলেছে। রাজ্য বিজেপির ব্যাটন পেয়ে দিলীপ ঘোষ নিজের টিম সাজাবেন। সেই টিমে মুকুল রায় থাকেন কি না, তা যেমন দেখার তেমনই দেখার কোন কোন তৃণমূলত্যাগীর স্থান হয় রাজ্য কমিটিতে।

বিজেপির রাজ্য কমিটিতে প্রাক্তন তৃণমূলীরা!

বিজেপির রাজ্য কমিটিতে প্রাক্তন তৃণমূলীরা!

রাজনৈতিক মহলের অভিমত, এবার বিজেপির রাজ্য কমিটিতে অনেক প্রাক্তন তৃণমূল নেতা সুযোগ পেতে পারেন। লোকসভার আগে এবং পরে যাঁরা বিজেপির শক্তি বাড়িয়েছেন তাঁদের বিজেপির কমিটিতে রেখে স্বীকৃতি দেওয়া হতে পারে। ২০২১-এর আগে কাঁধে কাঁধ মিলিয়ে জেতার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বেশ কিছু নতুন মুখও দেখা যেতে পারে

বেশ কিছু নতুন মুখও দেখা যেতে পারে

বেশ কিছু দক্ষ সংগঠক ও পরিচিত মুখ এবার বিজেপির পদ পেতে চলেছেন। এমনটাই খবর বিশেষ সূত্রে। একইসঙ্গে বেশ কিছু নতুন মুখও দেখা যেতে পারে, সম্পাদক পদে। সহ সভাপতি পদেও রদবদলের সম্ভাবনা প্রবল। নতুন ও পুরনোর মিশেলে ২০২১-এর লক্ষ্যে শক্তিশালী টিম গড়ে তোলাই বিজেপির লক্ষ্য।

তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জ

তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জ

বিজেপি লোকসভা ভোটে প্রভূত সাফল্য পেয়েছে। ৪২-এর মধ্যে ১৮টি লোকসভা আসনে জিতে তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তার থেকেও বড় কথা এবার দুই থেকে বেড়ে ১৮ হয়েছে বিজেপি। এই পরিসংখ্যানই তাঁদের তাতিয়ে দিয়েছে। তাই উইনিং কম্বিনেশন বদল করতে চাইছে বিজেপি। উইনিং কম্বিনেশন রেখেই নতুন টিম সাজানোর প্রক্রিয়া চালানো হচ্ছে।

English summary
Mukul Roy is again in speculation to get a post after two years of Joining. Mukul is post-less in BJP until.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X