পাড়ুইয়ে মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক, তৃণমূল নেতােদর খুনের হুমকি, নেপথ্যে কোন ষড়যন্ত্র
পাডুইয়ে মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেস নেতাদের খুনের হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোস্টার পড়েছে পাড়ুইয়ে। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকা। মাওবাদীদের নােম বিজেপি পোস্টার দিয়েছে বলে অভিযোগ করেছে শাসক দল। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। পাল্টা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির।

মাওবাদী পোস্টারে খুনের হুমকি
বীরভূমের পাডুইয়ে হঠাৎ করে মাওবাদী পোস্টার পড়তে শুরু করেছে। সেগুলি মাওবাদীরাই দিয়েছে কিনা সেটা সুিনশ্চিত নয়। তবে মাওবাদীদের নাম দিয়ে পড়েছে পোস্টারগুলি। তাতে এলাকার একাধিক তৃণমূল কংগ্রেস নেতাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। ইলামবাজারের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি, সহ সভাপতি, প্রাক্তন ব্লক সভাপতির নাম রয়েছে পোস্টারে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

বিজেপি যোগ
শাসক দলের নেতাকর্মীরা অভিযোগ করেছে বিজেপি চক্রান্ত করে ভয় দেখানোর জন্য মাওবাদীদের নাম দিয়ে এই পোস্টার িদয়েছে। কারণ ইলামবাজার এবং পাড়ুই এলাকায় মাওবাদীদের কোনও অস্তিত্ব আজ পর্যন্ত দেখা যায়নি। শাসক দলকে ভয় দেখাতেই বিজেপি চক্রান্ত করে এই পোস্টারগুলি দিয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা।

শাসক দলের অন্তর্দ্বন্দ্ব
বিজেপি পুরো অভিযোগ অস্বীকার করেছে। উল্টে শাসক দলকেই এর জন্য দায়ী করেছে। বিজেপির পাল্টা অভিযোগ শাসক দলের অন্তর্দ্বন্দ্বেই এই ঘটনা ঘটেছে। এক দল আরেক দলকে ভয় দেখানোর জন্য মাওবাদীদের নাম করে পোস্টার দিয়েছে। বিজেপির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে এই নিেয়।

মাওবাদী যোগ
এদিকে রাজ্যে নতুন করে মাওবাদীরা জেগে উঠছে বলে আগেই অভিযোগ করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে আজ একটি চিঠি পাঠিয়েছেন তিনি। তাতে তিনি লিখেছেন রাজ্যে জঙ্গি এবং মাওবাদীদের মদত দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসে। ভোট পাওয়ার জন্য এই কাজ করছে তৃণমূল এমনও অভিযোগ করেছেন তাঁরা।
মমতা বলেছেন, মার্চ ফরোয়ার্ড! পুরভোট নিয়ে বার্তা দিলেন ফিরহাদ