For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলার বলি মণীশ শুক্লা! প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উঠে আসছে যেসব তথ্য

বদলার বলি মণীশ শুক্লা! প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উঠে আসছে যেসব তথ্য

  • |
Google Oneindia Bengali News

বদলার বলি মণীশ শুক্লা(manish shukla)। গ্রেফতার হওয়া দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এমনটাই তথ্য উঠে আসছে। বেশ কয়েকবছর আগে টিটাগড় স্টেশন রোডে খুন(murder) হয়ে গিয়েছিলেন খুররামের বাবা। সেই ঘটনায় নাম জড়িয়েছিল তৎকালীন তৃণমূল নেতা মণীশ শুক্লার।

কয়েকবছর আগে খুন খুররামের বাবা

কয়েকবছর আগে খুন খুররামের বাবা

পিতৃহত্যার বদলা নিতেই কি সুপারি কিলার নিয়োগ করেছিল পুলিশের হাতে ধৃত খুররাম। সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বেশ কয়েকবছর আগে খুন হয়েছিলেন খুররামের বাবা মহম্মদ ইসলাম। সেই সময় ঘটনার তদন্ত শুরু করেছিল টিটাগড় থানার পুলিশ।

বদলার বলি

বদলার বলি

জানা গিয়েছে, ওই খুনে এফআইআর-এ নাম না থাকলেও পরোক্ষে মণীশ শুক্লার নাম জড়িয়ে যায়। ফলে সেই ঘটনার বদলা নিতেই খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পলাতক অভিযুক্ত রাজু খান খুররামদেরই আত্মীয়। স্থানীয় সূত্রের দাবি খুনের দিন কয়েক আগে সাগরেদদের নিয়ে এলাকায় ঘুরতে দেখা গিয়েছিল রাজু খানকে।

 পরিবারের দাবি নির্দোষ

পরিবারের দাবি নির্দোষ

কারবালায় খুররামদের তিনতলা বাড়িতে রয়েছেন ভাই ও মা। তাঁদের দাবি, জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে বললেও, পুলিশ পরে গ্রেফতার করেছে খুররামকে। ভাই ইনামের দাবি, আসল অপরাধীকে বাঁচাতে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে খুররামকে। কেননা খুনের সময় খুররাম বাড়িতেই ছিল বলে দাবি করেছে পরিবার।

এখনও পর্যন্ত গ্রেফতার ২

এখনও পর্যন্ত গ্রেফতার ২

এদিকে বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে। খুররাম ছাড়াও অপর জন হল গুলাব শেখ। মোট ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই সাতজনের মধ্যে মহম্মদ নাসির নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিআইডি। তাকে এখনও গ্রেফতার বলে দেখানো হয়নি।

সিবিআই তদন্তের দাবিতে এদিনও বিক্ষোভ

সিবিআই তদন্তের দাবিতে এদিনও বিক্ষোভ

এদিকে মণীশ শুক্লা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে এদিনও বিজেপির তরফে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও পথ অবরোধ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য সোমবার খুনের সিবিআই তদন্তের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিল মণীশ শুক্লার বাবা এবং বিজেপি নেতারা।

সিবিআই তদন্তের দাবিতে এদিনও বিক্ষোভ

সিবিআই তদন্তের দাবিতে এদিনও বিক্ষোভ

এদিকে মণীশ শুক্লা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে এদিনও বিজেপির তরফে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও পথ অবরোধ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য সোমবার খুনের সিবিআই তদন্তের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিল মণীশ শুক্লার বাবা এবং বিজেপি নেতারা।

কী কারণে খুন বিজেপি নেতা মণীশ শুক্লা? জট খুলল রহস্যের! সিআইডির জালে দুই কী কারণে খুন বিজেপি নেতা মণীশ শুক্লা? জট খুলল রহস্যের! সিআইডির জালে দুই

English summary
Manish Shukla murder may be revenge as he allegedly involved in murder of accused Khurram's Father
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X