For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের প্রতি কি এখনও নমনীয় মমতা, শুভেন্দুর সঙ্গে তুলনা টেনে প্রচারের শেষবেলায় ঝড় তুললেন দিদি

'মুকুল বেচারা' মন্তব্য দিয়ে মমতা প্রচারের শেষ বেলায় তুললেন ঝড়, প্রসঙ্গ উঠল ১৫ জন 'লাইন দিয়ে' থাকা নেতার

  • |
Google Oneindia Bengali News

প্রচারের শেষলগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এদিন ঝড় তুললেন অধিকারীগড়ে। নন্দীগ্রামের টেঙ্গুয়ায় মমতা যেমন এদিন খোলসা করেন যে তিনি কেন প্রলয় পালকে ফোন করেছিলেন তেমনই এদিন মুকুল রায়ের সঙ্গে শুভেন্দুর তুলনা টেনে মমতা চড়ালেন সুর।

' মুকুল বেচারা '

' মুকুল বেচারা '

' মুকুল বেচারা থাকে কাঁচড়াপাড়ায়। ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া, এটা ওর নিজের জেলা। পাঠিয়ে দিয়েছে কৃষ্ণনগরে' টেঙ্গুয়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কার্যত আজ ঝড় তুলেছে । জল্পনা চড়ছে , তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও খানিকটা নরম মনোভাব রয়েছে পুরনো সহযোদ্ধা মুকুল রায়ের প্রতি। যদিও সেই প্রশ্নের উত্তরও মমতা এদিনের সভা থেকে দিয়েছেন।

'মুকুল শুভেন্দুর মতো অত খারাপ নয়'

'মুকুল শুভেন্দুর মতো অত খারাপ নয়'

'মুকুল শুভেন্দুর মতো অত খারাপ নয়। অন্তত এটা আমি বলব' এই বক্তব্য পেশ করেই মমতা বন্দ্যোপাধ্যায় হেসে ফেলেন মঞ্চেই। তারপরেই মমতা বলেন, 'ওটা ওদের ব্যাপার।' এই প্রসঙ্গে শুভেন্দু ও মুকুলকে নিয়ে বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ তোলেন তৃণমূল সুপ্রিমো।

তৃণমূল ভাঙতে গিয়ে বিজেপি ভেঙে গেল!

তৃণমূল ভাঙতে গিয়ে বিজেপি ভেঙে গেল!

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অমিত শাহকে কটাক্ষবাণে নিশানা করেন। মমতা সাফ জানান, তৃণমূল ভাঙতে গিয়ে বিজেপির দলটাই ভেঙে দিয়েছেন অমিত শাহ। 'খেলায়' অমিত শাহের 'ভুল' হয়েছে বলেও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, বিজেপির যাঁরা আদি সদস্য তাঁদের টিকিট না দিয়ে অমিত শাহ খেলায় ভুল করেছেন।

১৫ জন নেতা ও 'লাইন'

১৫ জন নেতা ও 'লাইন'

'যাঁরা দল ছেড়ে গিয়েছে তাঁদের নেবেও না তৃণমূল', অধিকারী গড় থেকে সাফ এই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন। 'এখনও অনেকে লাইনে আছেন', এই সুর ধরেই মমতা বলেন, 'আমার কাছে অন্তত ১৫ টা কেসের খবর আছে। আমি বলেছি নো চান্স। লাইন দাও। ইলেকশন হয়ে গেলে বুঝব তুমি কাজ করেছ কিনা, তারপর দেখব।'

'আপনার মনটা সরল..'

'আপনার মনটা সরল..'

মজার ছলে মমতা বলেন 'এমনিতেই বক্সিদারা সারাক্ষণ গাল দেয় আমায়। বলেন, আপনার মনটা সরল আপনাকে এসে বলে, আর আপনি সব মাফ করে দেন।' এই বক্তব্যের সঙ্গেই মমতা বলেন,'আমি কথা দিচ্ছি নন্দীগ্রামে আমি মাফ করব না। বিশেষ করে এঁদের তো মাফ করব না।'

 প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন কমিশনে তৃণমূল প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন কমিশনে তৃণমূল

English summary
Mamata says 15 leaders are waiting to join TMC in her Nandigram Rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X