For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পঞ্চায়েত ভোটেও এত খুন হয়নি', তৃতীয় দফার ভোট ঘিরে পারদ চড়তেই মমতার টার্গেটে বিজেপি

'পঞ্চায়েত ভোটেও এত খুন হয়নি', তৃতীয় দফার ভোট ঘিরে পারদ চড়তেই মমতার টার্গেটে বিজেপি

  • |
Google Oneindia Bengali News

খানাকুলে তৃণমূল প্রার্থীকে আক্রমণ থেকে শুরু করে আরামবাগের বুকে সুজাতা মণ্ডলের ওপর হামলার অভিযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠলেন আলিপুরদুয়ারের সভা থেকে। এদিকে প্রধানমন্ত্রীর 'দিদি' নামে ডাক নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা।

সন্ত্রাস নিয়ে সরব মমতা

সন্ত্রাস নিয়ে সরব মমতা

এদিন মমতা বলেন, সকাল থেকে খবর আসছে বিজেপি হারছে। আর বিজেপি হারছে বলেই গুন্ডা গর্দি করছে। এদিনও মমতা নির্বাচন কমিশনের দিকে তোপ দেগে বলেন, সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি কমিশন পদক্ষেপে নেবে সিআরপিএফ সহ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে? মমতার অভিযোগ, অরামবাগ ও খানাকুলের প্রার্থীর ওপর তারা হামলা করেছে বলে অভিযোগ মমতার।

ভোটে 'খুন' নিয়ে বক্তব্য

ভোটে 'খুন' নিয়ে বক্তব্য

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, যেভাবে ভোটের মধ্যে পর পর খুন হয়েছে, তিনটে নির্বাতনে ৭ থেকে ৮ টা খুন হয়েছে । এঁদের মধ্যে তৃণমূলের ৪ জন খুন হয়েছেন। মমতার বক্তব্য 'কই পঞ্চায়েতও তো এত হয়নি।' এই বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ জানতে চেয়ে মমতা গর্জে ওঠেন।

উত্তরবঙ্গ নিয়ে স্ট্র্যাটেজি সেট মমতার

উত্তরবঙ্গ নিয়ে স্ট্র্যাটেজি সেট মমতার

এদিন দলীয় কর্মীদের উদ্দেশে মমতা বলেন ভোটের আগে সতর্ক থাকতে। তিনি আশঙ্কা করেন যে , ভুটান সীমান্ত থেকে 'বাইরের লোক' আসতে পারে রাজ্যে। আর তার জন্য যেন তৃণমূল কর্মীরা সতর্কতা অবলম্বন করেন। মমতা সাফ বলেন, গুন্ডামি করে ভোটে জেতা যায় না, বুদ্ধি দিয়ে আর মানুষের সমর্থন জিতে ভোটে জিততে হয়।

'আমার গুরুত্ব আছে বলেই প্রধানমন্ত্রী আমায় ভেঙাচ্ছে দিদি দিদি বলে...'

'আমার গুরুত্ব আছে বলেই প্রধানমন্ত্রী আমায় ভেঙাচ্ছে দিদি দিদি বলে...'

প্রধানমন্ত্রীর 'দিদি.. দিদি' বক্তব্য নিয়েও এদিন ক্ষোভ উগড়ে দেন মমতা। তিনি 'ব্যাঙাচি'র প্রসঙ্গ তুলে 'ভ্যাঙানো'র বক্তব্য রাখেন। মোদীকে টার্গেট করে মমতা বলেন, 'আমাকে যত ভ্যাঙাবে আমি তত খুশি। আমার গুরুত্ব আছে বলেই তো ভ্যাঙাচ্ছো না..। না হলে তুমি কেন ভ্যাঙাবে?'

দেশে রাজনৈতিক অস্থিরতা ছড়ানোর অভিযোগ, বিজেপি কর্মীদের 'ভোকাল টনিক' মোদীরদেশে রাজনৈতিক অস্থিরতা ছড়ানোর অভিযোগ, বিজেপি কর্মীদের 'ভোকাল টনিক' মোদীর

English summary
Mamata Banerjee targets EC and BJP in her Alipurduar rally for TMC Campaign in west bengal poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X