For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পায়ে আঘাত নিয়ে 'নাটক' মমতার, মেদিনীপুরে গণআন্দোলন আর উন্নয়নে অধিকারীদের অবদান স্মরণ করালেন শিশির

তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে(mamata banerjee) নিশানা করলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী (sisir adhikari)। তিনি বলেছেন, নাটক ছাড়া ভোট পাবেন না বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণ

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে(mamata banerjee) নিশানা করলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী (sisir adhikari)। তিনি বলেছেন, নাটক ছাড়া ভোট পাবেন না বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে ই পায়ে আঘাত নিয়ে নাটক করছেন। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনকেও সতর্ক করেছেন।

রবিবার এগরায় অমিত শাহের সভায় শিশির অধিকারী

রবিবার এগরায় অমিত শাহের সভায় শিশির অধিকারী

রবিবার এগরায় সভা করেছিলেন অমিত শাহ। সেই সভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারী। তবে বিজেপির সভায় উপস্থিত থাকলেও বিজেপির পতাকা হাতে তুলে নেননি তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দলবদলজনিত টেকনিক্যাল কারণেই তিনি সেটা করেননি। বিজেপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিশির অধিকারী বলেছেন, বিজেপি এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল হওয়ার কারণেই তিনি তাদের সঙ্গী।

শিশির অধিকারীর বক্তব্য

শিশির অধিকারীর বক্তব্য

রবিবার শিশির অধিকারী বলেছিলেন, লড়াইটা আত্মসম্মান বাঁচানোর লড়াই। তিনি বলেছিলেন বাংলার যুবকরা কাজ চাইছে, কিন্তু পাচ্ছে না। প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে তিনি বলেছিলেন বাংলাকে বাঁচান।

নাটক ছাড়া ভোট পাবেন না

নাটক ছাড়া ভোট পাবেন না

সোমবার প্রথমবার বিজেপি প্রার্থীর সমর্থনে হওয়া সভায় যোগ দেন শিশির অধিকারী। সেখানে তিনি বলেন, শুভেন্দু তো নন্দীগ্রামেই ছিল। কেন উনি (মমতা) এলেন। ভোটে লড়াই হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। শিশির অধিকারী আরও বলেছিলেন কে কত মায়ের দুধ খেয়েছে দেখা যাবে। তিনি (মমতা) নাটক ছাড়া ভোট পাবেন না। তাই নাটক করছেন। আর এই নাটক বাংলা মানুষ বুঝতে পেরেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

মমতাকে নিশানা

মমতাকে নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শিশির অধিকারী বলেছেন, ১০ বছর আগে মানুষ অপাত্রে ভোট দিয়েছিল কিনা তিনি জানেন না। কিন্তু বাংলার তাতে কী লাভ হয়েছে, প্রশ্ন করেছেন কাঁথির সাংসদ। কেননা বেকাররা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যে কেলেঘাই-কপালেশ্বরী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্যের দাবি করেন, তা নিয়ে শিশির অধিকারী বলেছেন, সেখানে পুরো টাকা খকচ হয়নি। তিনি (শিশির) এনিয়ে প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন। সেখানে মুকুল রায়ও ছিলেন। আর শুভেন্দু অধিকারীর ফোনেই কেলেঘাই কপালেশ্বরী প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার।

নন্দীগ্রাম আন্দোলনে অবদান কার

নন্দীগ্রাম আন্দোলনে অবদান কার

নন্দীগ্রাম আন্দোলনে অবদান প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, আন্দোলনটা কে করেছিল তা স্থানীয় মানুষজন জানেন। আর সেই আন্দোলনে শুভেন্দু অধিকারীর ভূমিকা কী ছিল তাও জানেন সেখানকার মানুষ। তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলনের সময় ৪০ টি মুসলিম পরিবারের সন্তানদের নাম শুভেন্দু রাখা হয়েছিল। এই ঘটনা থেকে অনেক কিছুই প্রমাণ হয় বলে জানিয়েছেন তিনি।

English summary
Mamata Banerjee is targeted by Sisir Adhikari after joining BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X