For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষুদ্র-সঞ্চয়ীদের পাশে মমতা! মোদী সরকারের জনবিরোধী নীতির কঠোর সমালোচনা

শুধু তিন তালাক বিল নিয়েই মুখ্যমন্ত্রী মুখ খুললেন না, মুখ্যমন্ত্রী ক্ষুদ্র সঞ্চয়ে সুদ কমানো নিয়েও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন।

  • |
Google Oneindia Bengali News

বাংলা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলার আওয়াজ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তিন তালাক বিল নিয়েই মুখ্যমন্ত্রী মুখ খুললেন না, মুখ্যমন্ত্রী ক্ষুদ্র সঞ্চয়ে সুদ কমানো নিয়েও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ক্ষুদ্র সঞ্চয়ে সুদ কমিয়ে দেওয়া কেন্দ্রের আরও একটি জনবিরোধী কাজ।'

ক্ষুদ্র-সঞ্চয়ীদের পাশে মমতা! মোদী সরকারের জনবিরোধী নীতির কঠোর সমালোচনা

[আরও পড়ুন:তিন তালাক বিল নিয়ে মুখ খুললেন মমতা, মহিলা নিরাপত্তা প্রশ্নে বিজেপিকে চরম হুঁশিয়ারি][আরও পড়ুন:তিন তালাক বিল নিয়ে মুখ খুললেন মমতা, মহিলা নিরাপত্তা প্রশ্নে বিজেপিকে চরম হুঁশিয়ারি]

বুধবার বীরভূমের আমোদপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রের সরকার অনেক বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছিল। কিন্তু সেই কথা রাখতে পারেনি। এখনও আচ্ছে দিনের কোনও নমুনাই দেখাতে পারেনি এই সরকার। তার বদলে দেশবাসী দেখছে মোদী সরকারের আমলে বুরা দিন এসে গিয়েছে এরই মধ্যে। নোট বাতিল থেকে শুরু করে ক্ষুদ্র সঞ্চয়ে সুদ কমানো- সর্ব ক্ষেত্রেই সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে কেন্দ্রের মোদী সরকার।'

মমতা বলেন, 'প্রথমেই কালো টাকা উদ্ধারের স্বপ্ন দেখিয়ে মোদী সরকার নোট বাতিল করে সাধারণ মানুষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের চরম বিপাকে ফেলেছিল। সেই সঙ্কট এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। তার আগেই দেশবাসী দেখে নিয়েছে, এই নোট বাতিলের আসল উদ্দেশ্য কী ছিল! একটাও কালো টাকা উদ্ধার করতে পারেইনি কেন্দ্র, স্পষ্ট হয়ে গিয়েছে রাজনৈতিক কারণেই নোট বাতিল করা হয়েছিল।'

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'ক্ষুদ্র সঞ্চয়ে সুদ কমিয়ে স্বল্প-সঞ্চয়ীদের আরও সমস্যা বাড়িয়েছে এই সরকার। বিজেপি সরকার প্রমাণ করে দিয়েছে, তাঁরা গরিব-সাধারণ মানুষের পাশে নেই, তাঁরা শুধু পুঁজিপতিদেরই সরকার। তারপর এখন এফআরডিআই বিল নিয়ে সাধারণের টাকা কেড়়ে নেওয়ার চক্রান্ত করছে। এর আগে আধার কার্ড নিয়েও একই খেলা খেলেছে। এভাবে সাধারণ মানুষকে বিপাকে ফেলে চলেছে কেন্দ্রের সরকার।'

মুখ্যমন্ত্রীর কথায়, 'এবার সময় এসেছে এই সরকারকে উৎখাত করার। প্রত্যেকের অ্যাকউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতা দখল করেছিল। এখন সাধারণের অ্যাকাউন্টের টাকার দিকেই তাঁরা হাত বাড়াচ্ছে। এরপর কি আর এই সরকারের থাকার অধিকার রয়েছে?' বীরভূমের সভা থেকেই আওয়াজ তুললেন মমতা। সেইসঙ্গে জানিয়ে দিলেন, 'বিজেপি মানুষের পাশে থাকে না। মানুষের জন্য মানুষের হয়ে একমাত্র কাজ করতে পারে তৃণমূল কংগ্রেসই।'

[আরও পড়ুন:মোদীকে বাঙালি বিরোধী বলে তোপ মমতার, দিলেন কড়া হুঁশিয়ারি][আরও পড়ুন:মোদীকে বাঙালি বিরোধী বলে তোপ মমতার, দিলেন কড়া হুঁশিয়ারি]

English summary
Chief Minister Mamata Banerjee criticizes Narendra Modi’s government for decrease interest in small savings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X