For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেদিনীপুরকে অধিকারী-মুক্ত করার ডাক দিলেন মমতা, নির্বাচনী প্রচারে জোতদার-নিশানা

মেদিনীপুরকে অধিকারী-মুক্ত করার ডাক দিলেন মমতা, নির্বাচনী প্রচারে জোতদার-নিশানা

Google Oneindia Bengali News

শুভেন্দু-গড়ে গিয়ে মেদিনীপুরকে অধিকারী-মুক্ত করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথির সভা থেকে তিনি বলেন, ওঁদের হাত থেকে মেদিনীপুরকে মুক্ত করতে হবে। একদিন জোতদার রাজ ছিল পূর্ব মেদিনীপুরে। আমাকে আসতে পর্যন্ত দেওয়া হত না। কাজ করছি আমি, নাম কিনেছে ওঁরা। দিঘা গেট থেকে আমার নামও সরিয়ে দেওয়া হয়েছে।

ওঁদের বন্ধু ভেবেছি, ওঁরাই কি না গদ্দারি করল

ওঁদের বন্ধু ভেবেছি, ওঁরাই কি না গদ্দারি করল

মমতা বলেন, আমি একটা গাধা। এতদিন বুঝতেই পারিনি তৃণমূলে থেকে এইভাবে জমিদার-জোতদার রাজ চালিয়ে গিয়েছে ওঁরা। এতদিন ওঁদেরকে ভালোবেসেছি, বন্ধু ভেবেছি। ওঁরাই কি না গদ্দারি করল। একেবারে অধিকারী পরিবারের অদূরে কাঁথির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিঁধলেন শুভেন্দু-শিশিরদের।

টাকা বাঁচাতেই দলবদল শুভেন্দু-অধিকারীদের!

টাকা বাঁচাতেই দলবদল শুভেন্দু-অধিকারীদের!

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে অধিকারী পরিবারকে টার্গেট করেন। বলেন, হাজার হাজার কোটি টাকার মালিক ওঁরা। কাঁথি সমবায়ের ৫ হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ করেন অধিকারীদের বিরুদ্ধে। এদিন মমতা বলেন, এখন টাকা বাঁচাতেই তাঁরা দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন।

ইভিএম পাহারা কীভাবে, টোটকা দিলেন মমতা

ইভিএম পাহারা কীভাবে, টোটকা দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু প্রচার করলেই হবে না, ভোট করালেই হবে না, ভোটে জিততে পাহারা দিতে হবে ইভিএম। তৃণমূল সুপ্রিমো কাঁথির মঞ্চ থেকে এদিন তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন ইভিএম পাহারার। কীভাবে ইভিএম পাহারা দিতে হবে, তাও বুঝিয়ে দেন মমতা। ভোট করানোর টোটকাও দিলেন তিনি।

কাঁথির মঞ্চ থেকে অখিল গিরিদের ধমক মমতার

কাঁথির মঞ্চ থেকে অখিল গিরিদের ধমক মমতার

এদিন কাঁথির মঞ্চ থেকে অখিল গিরিদের ধমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে গলা মিলিয়ে স্লোগান না দেওয়ায় ধমক খেতে হয় অখিল গিরিদের। অধিকারী পরিবারে মমতার পাশে থেকে সরে যাওয়ায় এখন অখিল গিরিরাই ভরসা। এতদিন অধিকারী পরিবারের আড়ালে পড়ে গিয়েছিলেন অখিল গিরিরা। এবার তাঁদের সামনে এসে নিজেদের জাহির করার পালা।

নন্দীগ্রামে ভোটের দিন মমতা কি নিজে হাজির থাকতে চলেছেন মেগা ব্যাটলগ্রাউন্ডে, তুঙ্গে জল্পনার পারদ নন্দীগ্রামে ভোটের দিন মমতা কি নিজে হাজির থাকতে চলেছেন মেগা ব্যাটলগ্রাউন্ডে, তুঙ্গে জল্পনার পারদ

English summary
Mamata Banerjee calls to free fron Adhikari to Midnapur from Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X