For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যপাল আপনাকে ফোন করেন? রাজনৈতিক চাপ! শুভেন্দুর জেলার এসপিকে ভর্ৎসনা মমতার

রাজ্যপাল আপনাকে ফোন করেন? রাজনৈতিক চাপ! শুভেন্দুর জেলার এসপিকে ভর্ৎসনা মমতার

  • |
Google Oneindia Bengali News

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ধমক রাজ্যের প্রশাসনিক প্রধানের। আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে অংশ নেন তিনি। সমস্ত জেলার সরকারি আধিকারিক সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই প্রশাসনের কাজ নিয়ে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন অনেক ক্ষেত্রেই অভিযোগ আসছে কাজ হচ্ছে না। তা নিচুতলার কর্মীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছে বলে জানান। সেখানে দাঁড়িয়ে সংশ্লিষ্ট বিভাগের উপর নজর রাখার নির্দেশ দেন।

রাজ্যপাল আপনাকে ফোন করেন? রাজনৈতিক চাপ! শুভেন্দুর জেলার এসপিকে ভর্ৎসনা মমতার

আর সেই বৈঠক চলাকালীনই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথকে প্রকাশ্যেই ভর্ৎসনা করেন মমতা। কেন ঠিক মতো নিজের কাজ করতে পারছেন না তা নিয়ে সরাসরি তাঁর কাছে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। বলেন, আপনাকে কি রাজ্যপাল ফোন করেন? যদিও উত্তরে পুলিশ আধিকারিক জানান, না। এমনকি রাজনৈতিক কোনও চাপ আছে কিনা তা নিয়েও পুলিশ সুপারকে প্রশ্ন করেন মমতা। এমনকি রাজনৈতিক চাপের জন্যে তাঁর মেদিনীপুরে কাজ করতে অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়েও অমরনাথের কাছে জানতে চান।

তবে পুলিশ সুপার না বলায় মমতা বলেন, তাহলে কেন আমাকে ঢুকতে হচ্ছে? মুখ্যমন্ত্রীর বক্তব্য, ওই জেলায় রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। কিন্তু পুলিশ এ বিষয়ে নীরব। যারা এই কাজ করেন তাঁদের কোনও ধর্ম হয় না। কিছু রাজনৈতিক নেতা এই কাজ করান বলেও তোপ রাজ্যের পুলিশ মন্ত্রীর। অনেক দিন কিছু না করার জন্যে আমাকে হস্তক্ষেপ করতে হল বলেও এদিন বলেন তিনি।

হলদিয়া হবে নতুন থানা, অধিকারীদের ইঙ্গিত করে সীমান্তের ট্রাক টার্মিনাস নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীরহলদিয়া হবে নতুন থানা, অধিকারীদের ইঙ্গিত করে সীমান্তের ট্রাক টার্মিনাস নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে এদিন একাধিক বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্যে শিল্প এবং কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে কাজ চলছে। খুব শীঘ্রই রাজ্যে গাড়ি এবং সাইকেল শিল্প তৈরি হবে। এই বিষয়ে ভিন রাজ্য থেকে প্রতিনিধিরা বাংলায় জমি দেখতে আসছেন বলেও আমলারা এদিন মুখ্যমন্ত্রীকে জানান। শুধু তাই নয়, রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলেও এদিন আলোচনায় উঠে আসছে। তবে এবার দুর্গাপুজোর একমাস আগে থেকেই বাংলা উৎসবমুখী হয়ে উঠবে বলে ফের এদিন জানান মুখ্যমন্ত্রী।

বলেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে 'ইনট্যানজিবেল হেরিটেজ'-এর মর্যাদা দিয়েছে ইউনেসকো। এবার তাঁদের ধন্যবাদ জানাবে বাংলা। কিন্তু কীভাবে? এদিনের প্রশাসনিক বৈঠকে সেটাও ঠিক করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, পুজোর ঠিক একমাসের মাথায় অর্থাৎ ১লা সেপ্টেম্বর বাংলা মানব বন্ধনের মতো বিশেষ কর্মসূচি পালিত হবে। আর তা হবে বেলা ঠিক ১টায়। রাজ্যের বিভিন্ন জেলায় সেই সময়ে মিছিল হবে বলেও নির্দেশ দেন। আর সেই মিছিলে সমস্ত ধর্মের মানুষ সামিল হবেন। আর তা দেখার নির্দেশ দেন সমস্ত জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকদের। সেখানে শঙ্খ হাতে রাস্তায় বেরোবেন রাজ্যের 'লক্ষ্মী'রা।

অন্যদিকে শ্যামবাজার থেকেও বড় মিছিল হবে বলে জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে এবার পুজোয় রেড রোডে ব্যাপক বড় কার্নিভাল হবে বলেও জানান তিনি। আর সেখানে সমস্ত দেশের প্রতিনিধিদের উপস্থিত রাখতে চায়। আর সেদিকে তাকিয়ে এখন থেকেই তাঁদের আমন্ত্রন জানানোর নির্দেশ।

English summary
Mamata Banerjee asks East Medinipur SP, if Governor calls him or not
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X