For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১১ বিধানসভা নির্বাচনকে মডেল করেই আসন্ন লোকসভা নির্বাচন : জুৎসি

Google Oneindia Bengali News

২০১১ বিধানসভা নির্বাচনকে মডেল করেই আসন্ন লোকসভা নির্বাচন : জুৎসি
কলকাতা, ২৩ জানুয়ারি : রাজ্যে নির্বাচনের পরিস্থিতি নেই। তাই লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাল কংগ্রেস ও বিজেপি। এই দুই রাজনৈতিক দলের দাবি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের স্বাধীনভাবে মত প্রকাশের পরিস্থিতি তৈরি করা হোক। বর্তমান পরিস্থিতির নিরিখে নিজের পছন্দমত মতদান করতে অসফল হবেন ভোটাররা।

যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রসের দাবি, বিধানসভা নির্বাচনও যেমন শান্তিপূর্ণ হয়েছিল। লোকসভা ভোটেও মানুষ শান্তিতে মতদান করতে পারবেন। এমনকী পঞ্চায়েত ভোটও এই একইভাবে হয়ে এসেছে। অতএব বিরোধীদের অভিযোগ ও দাবি ভিত্তিহীন।

লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি

বুধবার কলকাতায় আসেন উপ নির্বাচন কমিশনার বিনোদ জুৎসি। এদিন সর্বদলীয় বৈঠকে জুৎসির কাছে রীতিমতো তৃণমূলের নামে নালিশ ঠোকে কংগ্রেস ও বিজেপি। যদিও ২০০৯-এর লোকসভা ও ২০১১ সালের বিধানসভা নির্বাচনকে মডেল করেই এগোতে চায় নির্বাচন কমিশন তারই ইঙ্গিত মিলল জুৎসির কথায়। পাশাপাশি আগের নির্বাচনগুলিতে যেসব প্রশাসনিক আধিকারিক সরাসরি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের বদলির ক্ষেত্রেও সুপারিশ করেছেন বিনোদ জুতসি।

জুৎসি এদিন আরও জানিয়েছেন, ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে কমিশনের সঙ্গে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ উঠেছিল। তা মাথায় রেখেই এবার রাজ্য প্রশাসনকে ঢেলে সাজানো হবে। এছাড়াও ভোটার তালিকা সংশোধনের কাজে গতি আনতে কমিশন প্রতিটি জেলায় হেল্পলাইন নম্বর চালু করবে বলেও জানিয়েছেন জুৎসি।

এমনকী কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপর নজর রাখতে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা থাকবেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই পক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হবে বলেও জানিয়েছেন জুৎসি।

English summary
LS elections will have to be modeled on the 2011 election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X