For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএনজি জোগানের পথে আরও এক ধাপ, দূষণমুক্ত হবে কলকাতা

  • |
Google Oneindia Bengali News

মাস খানেকের মধ্যেই কলকাতার একাংশে গাড়ির জ্বালানি হিসেবে সিএনজি জোগানের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বেঙ্গল গ্যাস কোম্পানি। এসার অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড ঘোষণা করেছে, তারা বেঙ্গল গ্যাস কোম্পানির প্রথম সিএনজি স্টেশনের জন্য কম্প্রেসড কোল বেড মিথেন প্রাকৃতিক গ্যাসের প্রথম কাসকেড ট্রাক রওনা করে দিয়েছে।

এই গ্যাস সরবরাহ করবে সরকারী গ্যাস সংস্থা গেইল। এর মাধ্যমে কলকাতা শহরকে দূষণহীন শক্তি ও পরিবেশবান্ধব জ্বালানি জোগানোর প্রতিশ্রুতি পালনে একজোটে এগোচ্ছে ইওজিইপিএল এবং বেঙ্গল গ্যাস কোম্পানি। কলকাতা ও রাজারহাট-নিউটাউনের দুটি পেট্রল পাম্পে সিএনজি স্টেশন গড়ার জন্য যন্ত্রাংশ বসানোর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে।

এই গ্যাস সরবরাহ করবে সরকারী গ্যাস সংস্থা গেইল। এর মাধ্যমে কলকাতা শহরকে দূষণহীন শক্তি ও পরিবেশবান্ধব জ্বালানি জোগানোর প্রতিশ্রুতি পালনে একজোটে এগোচ্ছে ইওজিইপিএল এবং বেঙ্গল গ্যাস কোম্পানি। কলকাতা ও রাজারহাট-নিউটাউনের দু'টি পেট্রল পাম্পে সিএনজি স্টেশন গড়ার জন্য যন্ত্রাংশ বসানোর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে।

কলকাতা শহরের গ্যাস সরবরাহ নেটওয়ার্কের মাথায় আছে বেঙ্গল গ্যাস কোম্পানি, যা গেইল ইন্ডিয়া আর গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের এক যৌথ উদ্যোগ। গেইল-এর বিশেষ মর্যাদার উর্জা গঙ্গা পাইপলাইন প্রোজেক্টের মধ্যে রয়েছে কলকাতা জুড়ে এবং পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী আর নদিয়ায় ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল ক্রেতাদের সিএনজি ও পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা।

প্রসঙ্গত, এ রাজ্যে প্রাকৃতিক গ্যাসের জোগান নিয়ে সরকারি চেষ্টা চলছে বহু দিন ধরে। ২০০৫ সালে রাজ্যে সিএনজি আনতে গেইল-এর সঙ্গে আলোচনার কথা জানান তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় বিষয়টি নিয়ে উদ্যোগী হয় বর্তমান প্রশাসনও। কোল বেড মিথেন প্রাকৃতিক গ্যাস কাসকেড ট্রাকটিকে পতাকা নাড়িয়ে ইওজিইপিএল-এর গ্যাস কম্প্রেসর ফেসিলিটি থেকে দক্ষিণ কলকাতায় সরবরাহকারীর সর্বপ্রথম সিএনজি স্টেশনের উদ্দেশে রওনা করিয়ে দেন শ্রী সত্যব্রত বৈরাগী, সি ই ও, বেঙ্গল গ্যাস কোম্পানি, এবং ইওজিইপিএল-এর শ্রী চন্দ্র।

এই প্রসঙ্গে শ্রী চন্দ্র জানান, 'সামনের মাসে উর্জা গঙ্গা গ্যাস পাইপলাইন কমিশন করা হবে, যা শেষপর্যন্ত পশ্চিমবঙ্গের বাড়িগুলোর এবং শিল্পের শক্তির মূল উৎস হয়ে উঠবে। ইওজিইপিএল রাজ্যের শিল্পগুলোকে বিরামহীনভাবে গ্যাস সরবরাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ।'

English summary
Kolkata will be pollution free as CNG supply to increase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X