For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবার উপরে কলকাতা! দৈনিক করোনা সংক্রমণে ফের টেক্কা উত্তর ২৪ পরগনাকে

সবার উপরে কলকাতা! দৈনিক করোনা সংক্রমণে ফের টেক্কা উত্তর ২৪ পরগনাকে

Google Oneindia Bengali News

কলকাতা এবার করোনার দৈনিক সংক্রমণে উত্তর ২৪ পরগনাকেও ছাপিয়ে গেল। কলকাতা ও দুই ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ শুধু ৫০-এর উপরে। সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী, ৪০ থেকে ৫০-এর মধ্যে রয়েছে দার্জিলিং, নদিয়া ও হাওড়ার সংক্রমণ। কলকাতা ও দুই ২৪ পরগনার করোনা সংক্রমণ কদিন ধরেই কাছাকাছি চলছিল। বাংলার ১০ জেলায় ১০-এর নিচে সংক্রমণ হয়েছে এদিন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০-র একটু উপরে রয়েছে। বাংলায় ৫১০ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৭ জন। উত্তর ২৪ পরগনায় ৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমিত ৫০ জন। কলকাতার সংক্রমণ এদিন ছাড়িয়ে গিয়েছে দুই ২৪ পরগনাকে। দার্জিলিংয়ের করোনা সংক্রমণ এদিন ৪৭ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১২০৮৫। এদিন কলকাতায় ৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৯৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৬১৫১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯৩৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২১১৩৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬১৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৫৩৯৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৩০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৬ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৭৩৩৮ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫২৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪০ জন। হুগলিতে ৩৪ জন বেড়ে আক্রান্ত ৮২৬২৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৫ জন, কোচবিহারে ২৫ জন, দার্জিলিংয়ে ৪৭ জন, কালিম্পংয়ে ১২ জন, জলপাইগুড়িতে ৯ জন, উত্তর দিনাজপুরে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ৭ জন, মালদহে ১ জন, মুর্শিদাবাদে ৮ জন, নদিয়ায় ৪৩ জন, বীরভূমে ১ জন, পুরুলিয়ায় ৪ জন, বাঁকুড়ায় ১৫ জন, ঝাড়গ্রামে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ২১ জন, পূর্ব মেদিনীপুরে ২১ জন, পূর্ব বর্ধমানে ৯ জন, পশ্চিম বর্ধমানে ১৮ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Kolkata overtakes North 24 pargana’s Coronavirus daily infection is highest on August 23. Only North 24 Pargana’s active case more than thousands,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X