For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়েন্ট সাফল্যে ইঞ্জিনিয়ারংয়ে সবচেয়ে এগিয়ে কলকাতা, মেডিক্যালে মুর্শিবাদের পরেই

Google Oneindia Bengali News

জয়েন্ট সাফল্যে ইঞ্জিনিয়ারংয়ে সবচেয়ে এগিয়ে কলকাতা, মেডিক্যালে মুর্শিবাদের পরেই
কলকাতা, ৬ জুন : প্রকাশিত হল এবছরের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। মোট পাশের হার ৭৩.৮৪ শতাংশ। মেডিক্যালে শীর্ষে মুর্শিদাবাদ, ইঞ্জিনিয়ারিংয়ে দুর্গাপুর প্রথন স্থানে। কলকাতার ফলও হয়েছে আশাপ্রদ। ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম হয়েছেন দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র জ্ঞানেশ গুপ্ত। মেডিক্যালে প্রথম হয়েছেন সুশীলা বিড়লা গার্লস স্কুলের ছাত্রী ঊষসী সরস্বতী।

ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের ছাত্র বিনায়ক তাতিয়া। ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় হয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্রী মৌসম রায়।

মেডিক্যালে দ্বিতীয় হয়েছেন রহড়া রামকৃষ্ণ মিশনের সাগ্নিক চক্রবর্তী। তৃতীয় স্থানে রয়েছেন ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্রী তেজশুভ্র চৌধুরী।

জয়েন্টের ফলাফলে ইঞ্জিনিয়ারিং বিভাগে সবচেয়ে এগিয়ে কলকাতা। মেডিক্যালে সবচেয়ে ভাল ফল করেছে মুর্শিদাবাদ জেলা। তারপরেই রয়েছে কলকাতা।

মেডিক্যালের প্রথম দশে রয়েছেন

প্রথম-উষসী সরস্বতী (সুশীলা বিড়লা গার্লস হাইস্কুল, কলকাতা)
দ্বিতীয়-সাগ্নিক চক্রবর্তী (রামকৃষ্ণ মিশন বয়েজ হোম স্কুল, রহড়া)
তৃতীয়-তেজশুভ্র চক্রবর্তী (ক্যালকাটা বয়েজ স্কুল)
চতুর্থ-অভিনব সেনগুপ্ত (এপিজে স্কুল)
পঞ্চম-শাহিন ইশা (বারাসত এমজিএম হাইস্কুল)
ষষ্ঠ-হিমাঘ্ন মান্না (আরামবাগ হাইস্কুল)
সপ্তম-সোহম সান্যাল (বিদ্যাশ্রম পাবলিক স্কুল)
অষ্টম-দেবকান্ত পাল (আরামবাগ হাইস্কুল)
নবম-রূপেন্দ্র নাথ সাহা (পাঠভবন)
দশম-বব্রুবাহন বোস (বরাহনগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির)

ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম ৯টি স্থানে রয়েছেন

প্রথম-জ্ঞানেশ গুপ্ত (ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর)
দ্বিতীয়-বিনায়ক তাঁতিয়া (সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল)
তৃতীয়-মৌসম রায় (হেমশীলা মডেল স্কুল, দুর্গাপুর)
চতুর্থ-রাশীষ রাজেন্দ্র সিংঘি (ডিএভি পাবলিক স্কুল, বেহালা)
পঞ্চম-নভনীত আগরওয়াল (স্টিফেন্স স্কুল, দমদম)
ষষ্ঠ-অর্কপ্রভ সাহা (ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর)
সপ্তম-রাহুল কেজরিওয়াল (বিড়লা হাইস্কুল, কলকাতা)
অষ্টম-সায়ন ঘোষ (ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর)
নবম-আশুতোষ কুমার ঝা (মহাথি জুনিয়র কলেজ, বিশাখাপত্তনম)

English summary
Joint Entrance Result out , as per the success rate kolkata in the top list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X