জগৎপরে খুন মামলায় গ্রেফতার ১
জগৎপুরে সঞ্জয় রায় (বুড়ো) মার্ডার মামলায় আসামি বাপি রমন এর ভাই বাপ্পা রমন গ্রেফতার ।অস্ত্র সহ গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। বাপি রমন জেলে বসে বাপ্পাকে দিয়ে এলাকায় তলাবাজি করতো বলে অভিযোগ ছিল পুলিশের কাছে।

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী বাপ্পা রমন।উদ্ধার একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি।যাত্রাগাছি খালপাড় থেকে তাকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর ,গতকাল গভীর রাতে সূত্র মারফত খবর পায় যে ঘূণির দিক থেকে এক যুবক যাত্রাগাছি খাল পার ধরে যাচ্ছে এবং তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে।সেই মতো পুলিশ গিয়ে তাকে ধরতে গেলে ছুটে পালাতে যায়।
পুলিশ পিছনে ধাওয়া করে তাকে ধরে ফেলে।তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই এলাকায় কোনো অপরাধ করার জন্য এসেছিল।
জিজ্ঞাসাবাদে পুলিশ আরো জানতে পারে যে বাপি রমন যে এখন জেলে আছে সে জেলে বসে তার ভাই বাপ্পাকে দিয়ে এলাকায় বিভিন্ন প্রমোটার কে হুমকি দিয়ে তোলা তুলতো তার ভাইকে দিয়ে। এই ঘটনায় বাকিদের ও খোঁজ চালাচ্ছে পুলিশ।