For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘুষ কাণ্ডে অভিযুক্ত তদন্তকারী অফিসার! সারদা মামলায় আদালত অবমাননায় মমতার সরকার, কাঁথি কেলেঙ্কারিতে দাবি বিজেপির

কাঁথি (Contai) আবাসন কেলেঙ্কারি মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সারদা (Saradha) কর্তা সুদীপ্ত সেনকে (Sudipta Sen) জেরা করেছেন আইসি অমলেন্দু বিশ্বাস (Amalendu Biswas)। তাঁর দাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গ

  • |
Google Oneindia Bengali News

কাঁথি (Contai) আবাসন কেলেঙ্কারি মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সারদা (Saradha) কর্তা সুদীপ্ত সেনকে (Sudipta Sen) জেরা করেছেন আইসি অমলেন্দু বিশ্বাস (Amalendu Biswas)। তাঁর দাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। যদিও এই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরে অন্যতম মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন এই তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার আদালত অবমাননা করেছে। এছাড়াও তদন্তকারী অফিসার নিজেই ঘুষকাণ্ডে অভিযুক্ত বলেও অভিযোগ তাঁর।

সুদীপ্ত সেনের অভিযোগ

সুদীপ্ত সেনের অভিযোগ

২৪ জুন সুদীপ্ত সেনের একটি ভিডিও প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস (সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া)। সেখানে সুদীপ্ত সেনকে বলতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে তিনি কোটি কোটি টাকা দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাক মেল করতেন বলেও সেখানেই দাবি করেছিলেন সুদীপ্ত সেন। কাঁথিতে কার কথায় গিয়েছিলেন, প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীর নাম করেন সুদীপ্ত সেন। জমিতে প্রস্তাবিত প্রকল্পের প্ল্যান চাইতে গেলেই শুভেন্দু অধিকারী ব্ল্যাকমেল করতেন বলে অভিযোগ করেছিলেন সুদীপ্ত সেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকেই সুদীপ্ত সেনের করা দাবি নিয়ে সরব হতে দেখা গিয়েছে বারে বারে।

জেলে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ

জেলে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ

গত ২২ জুলাই এসএসসি দুর্নীতিতে ইডির হাতে রাজ্যের দোর্দন্ডপ্রতাপ এবং প্রভাবশালী বলে পরিচিত পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরে তৃণমূল কার পাশ থেকে হাত উঠিয়ে বলেছে, অভিযুক্তকে আদালতে লড়াই করে দোষমুক্ত হতে হবে। তারই মধ্যে কাঁথির আবাসন দুর্নীতি মামলা নিয়েও তোড়জোড় শুরু করে পুলিশ। ৩১ জুলাই রবিবার কাঁথির আইসি প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনকে জেরা করেন। তিন ঘন্টার ওপরে জেরায় কাঁথিতে সারদার বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে জাবি করেছেন আইসি। তবে সুদীপ্ত সেন ঠিক কী বলেছেন, তা জানাতে অস্বীকার করেন আইসি।

আদালত অবমাননার অভিযোগ

এদিন এক সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিজেপির অন্যতম মুখপাত্র তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, ২০১৪ সালের অগাস্টে কলকাতা ও রাজ্য পুলিশ সারদা চিটফান্ড সংক্রান্ত মামলা সিবিআই-এর হাতে তুলে দিয়েছিল। সেই মামলায় এখনও প্রমাণ নষ্টের চেষ্টা চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, অভিযোগ করেছেন তিনি। রবিবার সেরকমই কাজ করেছেন কাঁথির আইসি অমলেন্দু বিশ্বাস। যা হচ্ছে সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিযোগ
করেছেন এই বিজেপি নেতা। তাঁর আরও অভিযোগ আইসি কাজেই প্রমাণ হয়ে যাচ্ছে, সারদা সংক্রান্ত তথ্য সিবিআই-এর হাতে না তুলে দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্চের নির্দেশকেও অবমাননা করছে।

ঘুষ কাণ্ডে অভিযুক্ত তদন্তকারী অফিসার

ঘুষ কাণ্ডে অভিযুক্ত তদন্তকারী অফিসার

২০২০ সালের ৮ মার্চের এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর তুলে ধরে তিনি অভিযোগ করেছেন, কাঁথি থানার আইসি ঘুষ কাণ্ডে অভিযুক্ত। অবৈধভাবে ভারতে আসা এক বাংলাদেশি নাগরিকে জাল কাগজপত্র তৈরিতে সাহায্য করতে ঘুষ নেওয়ার অভিযোগ মালদহের ইংরেজবাজারে কর্মরত তিন এসআইকে সাসপেন্ড করেছিলেন, মালদহের তৎকালীন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। এছাড়াও এক আইসিকে ক্লোজ করা হয়। সেই আইসিই হলে বর্তমানে কাঁথিতে কর্মরত অমলেন্দু বিশ্বাস। এই চার পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছিল সেই সময়।

SSC-র দুর্নীতিতে পার্থর গ্রেফতারির আঁচ সংসদেও! মমতার বিরুদ্ধে বিক্ষোভে বাংলার বিজেপি সাংসদরাSSC-র দুর্নীতিতে পার্থর গ্রেফতারির আঁচ সংসদেও! মমতার বিরুদ্ধে বিক্ষোভে বাংলার বিজেপি সাংসদরা

English summary
By investigating Saradha case under Contai municipality Mamata govt makes contempt of court, claims BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X