For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা-শুভেন্দুর কনভয় কাছাকাছি আসতেই নন্দীগ্রামের বুকে কী ঘটল, মেগা ডুয়েলের আগে নয়া নজির

  • |
Google Oneindia Bengali News

আজ বিকেল পাঁচটা পর্যন্ত রয়েছে নন্দীগ্রামে প্রচারের সময়সীমা। তারপরই বহু প্রতিক্ষীত মেগা ডুয়েল শুরু হবে নন্দীগ্রামের বুকে। জননেত্রী মমতা বনাম নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দুর এই ভোটযুদ্ধের আগে সোমবার বিকেলের এক ঘটনা নজর কেড়েছে।

নন্দীগ্রামের বুকে তোলপাড় !

নন্দীগ্রামের বুকে তোলপাড় !

প্রসঙ্গত, কলকাতা থেকে ১৩৪ কিলোমিটার দূরে নন্দীগ্রামের মেগা ফাইট নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য। শুভেন্দু অধিকারী সেখানে যেমন রোজই শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে প্রচারে চলে যাচ্ছেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ৫ দিন ধরে থেকে প্রচারে ঝড় তুলতে শুরু করেছেন। এমন এক পরিস্থিতিতে নন্দীগ্রামের বুকে ঘটে গেল নয়া ঘটনা।

কাছাকাছি শুভেন্দু-মমতার কনভয়!

কাছাকাছি শুভেন্দু-মমতার কনভয়!

এপিসেন্টার বিরুলিয়া। নন্দীগ্রামের এই এলাকায়, শুভেন্দুর কনভয় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় বিরুলিয়া দিয়ে যাচ্ছিল সোমবার বিকেলে। প্রসঙ্গত, এই বিরুলিয়াতেই মমতা বন্দ্যোপাধ্য়ায় আহত হয়েছিলেন গত ১০ মার্চ। আর শুভেন্দু ও মমতার কনভয় সোমবার বিকেলে এতটাই কাছে আসে যে একটা সময় তা মুখোমুখি হওয়ার উপক্রম ঘটে। এমনই খবর এক জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যমের।

'দিদি' মমতা নিলেন কোন স্টান্স!

'দিদি' মমতা নিলেন কোন স্টান্স!

সংবাদমাধ্যমটির খবর বলছে, শুভেন্দুর কনভয়ের সামনে মমতার কনভয় আসতেই, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যাতে শুভেন্দুর কনভয়কে আগে ছেড়ে দেওয়া হয়। তৃণমূল সুপ্রিমোর এই স্টান্স নন্দীগ্রামের ভোটযুদ্ধে এক সৌজন্যের নজির তৈরি করছে ।

 মমতা ও শুভেন্দুর কনভয় নিয়ে বার্তা

মমতা ও শুভেন্দুর কনভয় নিয়ে বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে এদিন জয় শ্রীরাম ধ্বনি শোনা যায় নন্দীগ্রামের বুকে। বিজেপি সমর্থকরা এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। এদিকে, প্রচারে বের হতেই শুভেন্দুর গাড়িতে তৃণমূল কর্মীদের চড়াও হওয়ার খবর আসতে শুরু করে গতকাল।

English summary
In Nandigram Mamata Banerjee lets Suvendu's convoy to go in Nandigram's Birulia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X