For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওরা পেরেক পুঁতলে, আমরা ফুলের গাছ লাগাব! কেন্দ্রকে খোঁচা রাকেশ টিকাইতের

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকারের তরফে বলবৎ করা তিনটি নতুন কৃষি আইন বাতিল করা না হলে আন্দোলন থেকে পিছু হঠবেন না কৃষকরা৷ আরও একবার জানিয়ে দেওয়া হল এই আইনের বিপক্ষে থাকা আন্দোলনকারী কৃষকদের পক্ষ থেকে৷ শনিবার এই কথা জানিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়ন বা বিকেইউ-এর নেতা রাকেশ টিকাইত৷

দাবি থেকে এখনও সরছে না কৃষকরা

দাবি থেকে এখনও সরছে না কৃষকরা

আন্দোলনের শুরু থেকেই ৪১টি কৃষক সংগঠন নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবি তুলেছে৷ কেন্দ্রের সঙ্গে একাধিকবার হওয়া বৈঠকেও তাদের তরফে এই দাবিতে অনড় অবস্থান বজায় রাখা হয়েছে৷ তারা যে দাবি থেকে এখনও সরছে না এদিন রাকেশ টিকাইতের কথায় তা আরও একবার স্পষ্ট হল৷

দেশজুড়ে চাক্কা জ্যাম

দেশজুড়ে চাক্কা জ্যাম

এদিন আন্দোলনকারী কৃষকদের তরফে দেশজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছিল৷ তিন ঘণ্টার ওই কর্মসূচি আপাত শান্তিতেই হয়েছে৷ ওই কর্মসূচি চলাকালীন দিল্লির গাজীপুর সীমানায় আন্দোলনকারী কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেন রাকেশ৷ সেখানেই তিনি এই কথা জানান৷

'ওরা রাস্তায় পেরেক পুঁতলে আমরা ফুলের গাছ জন্ম দেব'

'ওরা রাস্তায় পেরেক পুঁতলে আমরা ফুলের গাছ জন্ম দেব'

তিনি বলেন, 'এই আইন প্রত্যাহারের জন্য আমরা সরকারকে ২ অক্টোবর পর্যন্ত সময় দিলাম৷ তার পর আমরা আবার পরবর্তী পরিকল্পনা করব৷ আমরা সরকারের উপর চাপ তৈরি করে আলোচনা চালাতে চাই না৷ ওরা রাস্তায় পেরেক পুঁতলে আমরা ফুলের গাছ জন্ম দেব।'

গাড়ি চলাচলে কোনও সমস্যা হয়নি

গাড়ি চলাচলে কোনও সমস্যা হয়নি

এদিকে এদিন দিল্লি-হরিয়ানা সীমানায় কুন্ডলি থেকে পালওয়াল, পাঠানকোট-জম্মু সড়কেও এই কর্মসূচি পালন করা হয়৷ এছাড়া পঞ্জাব-হরিয়ানা সীমানায় একাধিক রাস্তা কৃষকদের আন্দোলনে স্তব্ধ হয়ে যায়৷ তবে অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবায় ব্যবহৃত গাড়ি চলাচলে কোনও সমস্যা হয়নি বলে খবর পাওয়া গিয়েছে৷

দিল্লি ও এনসিআর-এ ৫০ হাজার পুলিশ

দিল্লি ও এনসিআর-এ ৫০ হাজার পুলিশ

ভারতী কিষান ইউনিয়ন (একতা উগ্রাহান)-এর সাধারণ সম্পাদক সুখদেব সিং কোক্রিকালান জানিয়েছেন যে তাঁরা পাঞ্জাবের সানগ্রুর, বারনালা, ভাতিন্ডা-সহ ১৫টি জেলায় ৩৩টি জায়গায় এই কর্মসূচি পালন করা হয়েছে৷ কৃষকদের এই কর্মসূচিকে সমর্থন করেছে কংগ্রেস৷ এদিন দিল্লি ও এনসিআর-এ ৫০ হাজার পুলিশ, আধা সামরিক, রিজার্ভ ফোর্সের আধিকারিক মোতায়েন করা হয়েছিল৷ সকাল থেকেই দিল্লির আটটি মেট্রো স্টেশন বন্ধ করে রাখা হয়েছিল৷

English summary
If they plant nails, we will plant flowers, said Farmer leader Rakesh Tikait after Chakka Jam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X