For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে খরচ, কাঁচামাল কিনতে এবার দিতে হচ্ছে জিএসটি, মৃৎশিল্পীদের মধ্যে বাড়ছে ক্ষোভ

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চরম ক্ষতির মুখে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পীরা।

  • |
Google Oneindia Bengali News

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চরম ক্ষতির মুখে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরির রঙ থেকে সুতলি সবকিছুতেই ব্যবসায়ীরা জিএসটি ধরে নিচ্ছেন। ফলে বেশি দাম দিয়ে কাঁচামাল কিনতে হচ্ছে। এর ফলে দুর্গা প্রতিমা তৈরিতে খরচ বেড়ে যাচ্ছে অনেকটাই।

বাড়ছে খরচ, কাঁচামাল কিনতে দিতে হচ্ছে জিএসটি, মৃৎশিল্পীদের মধ্যে বাড়ছে ক্ষোভ

কিন্তু পুজো কমিটির লোকেরা দূর্গা প্রতিমার বেশি দাম দিতে চাইছেন না । এবছরে পুজোয় চরম ক্ষতির মুখে পড়েছেন জেলার মৃৎশিল্পীরা । রায়গঞ্জ কুমোরটুলির প্রখ্যাত মৃৎশিল্পী ভানু পাল ক্ষোভের সুরে জানালেন " সবকা সাথ সবকা বিকাশ " আমাদের মতো খেটে খাওয়া মানুষদের কি হয়েছে তা একবার দেখে যাক কেন্দ্রের সরকার।

হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন । তারপরই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দূর্গা পুজো । মন্ডপে মন্ডপে হাতের কাজের তৈরি অপরূপ সাজে দূর্গাপ্রতিমা পৌঁছে দেবেন মৃৎশিল্পীরা । মায়ের আরাধনায় মত্ত হবেন আপামর বাঙালী। প্রতিমা দেখতে লক্ষ লক্ষ দর্শনার্থী মন্ডপে মন্ডপে ঘুরে আনন্দ উৎসবে মেতে উঠবেন সেই প্রতিমা নির্মান শিল্পীরাই আজ চরম দুর্দশায়।

তার প্রধান ও অন্যতম কারন হল কেন্দ্রীয় সরকারের লাগু করা জিএসটি। উত্তর দিনাজপুর জেলাজুড়ে কয়েক হাজার মৃৎশিল্পী এখন চরম ব্যাস্ত দূর্গা প্রতিমা নির্মানে । কিন্তু তাদের মনে নেই কোনও আনন্দ নেই। বছরের এই সময়টাতে দুটো বাড়তি টাকা রোজগারের জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকেন তারা৷

বাজারে গিয়ে প্রতিমা নির্মানের কাঁচামাল কিনতে গিয়েই তাদের মাথায় হাত পড়েছে। প্রতিমার রঙ থেকে সুতলি ও অন্যান্য সামগ্রী যেটাই কিনতে যাচ্ছেন তাতেই ব্যাবসায়ীরা জি এস টি ধরে দাম ধরছেন । এতে সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে প্রচুর ৷ শুধু তাই নয় প্রতিমা নির্মানের অন্যতম কাঁচামাল মাটির দাম একলাফে প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় আরও সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। প্রতিমা নির্মানের খরচ বেড়েছে প্রচুর অথচ পুজো উদ্যোক্তারা বিগত বছরের দামই দিচ্ছেনা।

[ মমতাকে বাংলায় 'জবাব' মোদীর! জন্মদিনে শুভেচ্ছা ও ধন্যবাদের মোড়কে সুপ্ত রাজনীতিও][ মমতাকে বাংলায় 'জবাব' মোদীর! জন্মদিনে শুভেচ্ছা ও ধন্যবাদের মোড়কে সুপ্ত রাজনীতিও]

এরফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছেন মৃৎশিল্পীরা। ক্ষোভ বাড়ছে কেন্দ্রীয় সরকারের শাসকদলের উপর। রায়গঞ্জ কুমোরটুলির মৃৎশিল্পী ভানু পাল জানান কেন্দ্রীয় সরকারের জিএসটি লাগু করার জন্য ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। তাঁর কথায় সবকা সাথ, সবকা বিকাশ "শুধু মুখে বললেই হবেনা, কি বিকাশ হয়েছে তা একবার আমাদের মতো শিল্পীদের কাছে এসে দেখে যাক তারা।

 [ ফাঁসতে পারেন রাজীব গ্রেফতারে, তাই মোদীর কথা মনে পড়েছে দিদির! কটাক্ষ অধীরের ] [ ফাঁসতে পারেন রাজীব গ্রেফতারে, তাই মোদীর কথা মনে পড়েছে দিদির! কটাক্ষ অধীরের ]

English summary
Idol makers of various districts of Bengal faces various problems
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X