For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চমাধ্যমিকে ফলাফল প্রকাশিত, পাসের হার রেকর্ড ৯০.১৩ শতাংশ, সর্বোচ্চ নম্বরও নজিরবিহীন

উচ্চমাধ্যমিকের ফলে চমকপ্রদ সাফল্য পূর্বমেদিনীপুরের, কলকাতাকে হারিয়ে সাফল্য জেলার

Google Oneindia Bengali News

করোনার আবহে চ্যালেঞ্জ নিয়েই প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। ফল প্রকাশ হল অনলাইনে। ২০২০-র উচ্চমাধ্যমিকে পাসের হার রেকর্ড ৯০.১৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯০.৪৪। ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস করেছে এবার। সাফল্যের নিরিখে সবার আগে কলকাতা। তারপর রয়েছে পূর্ব মেদিনীপুর। সর্বোচ্চ নম্বর ৯৯.৮ শতাংশ।

সর্বোচ্চ নম্বরেও রেকর্ড

সর্বোচ্চ নম্বরেও রেকর্ড

উচ্চমাধ্যমিক সংসদ সভাপতি জানান, ৯০.১৩ শতাংশ পাস ঐতিহাসিক। গতবার ৮৬.২৯ শতাংশ পাস করেছিল। সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯ অর্থাৎ ৯৯.৮ শতাংশ। এটাও একটা রেকর্ড। কলকাতা ও দুই মেদিনীপুর ছাড়াও কালিম্পং, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ভালো ফল করেছে।

কোন বিভাগে কত পাসের হার

কোন বিভাগে কত পাসের হার

এছাড়া এবার উচ্চমাধ্যমিকে পাস করেছে ৮৫.৬৭ সংখ্যালঘু, ৮৭.৪০ তপশিলি ছাত্রছাত্রী। বিজ্ঞান বিভাগে পাস করেছে ৯৮.৮৩ শতাংশ, ৯২.২২ পাসের হার বাণিজ্য বিভাগে এবং ৮৮.৭৪ শতাংশ কলা বিভাগে পাস করেছে। ৬০ বা তার বেশি নম্বর পেয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ছাত্রছাত্রী। ৯০ এর বেশি পেয়েছে ৩০২২০ জন। এ প্লাস ৮০-৮৯ নম্বর পেয়েছেন ৮৪৭৪৬ জন।

মূল্যায়নের ভিত্তিতে ফলাফল

মূল্যায়নের ভিত্তিতে ফলাফল

এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। শেষ হওয়ার কথা ছিল ২৭ মার্চে। কিন্তু করোনার জেরে ২৩, ২৫ ও ২৭ মার্চ পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি, স্থগিত হয়ে যায় পরীক্ষা। দিনক্ষণ বারেবারে বদলের পরও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরপর মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর। এবার পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৬১ হাজার ৫৮২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।

মার্কশিট ও সার্টিফিকেট ৩১ জুলাই

মার্কশিট ও সার্টিফিকেট ৩১ জুলাই

বুধবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের আগেই ছাত্রছাত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষা বাকি ছিল, তাই মেধাতালিকা প্রকাশ হবে না। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে ৩১ জুলাই। বিতরণকেন্দ্র থেকে মার্কশিট বিলি করা হবে।

স্বাস্থ্যবিধি মেনে মার্কশিট বিতরণ

স্বাস্থ্যবিধি মেনে মার্কশিট বিতরণ

যেহেতু রাজ্যের বেশিরভাগ স্কুলেই কোয়ারেন্টাইন সেন্টার হয়েছিল, সেহেতু স্কুলগুলি স্যানিটাইজেশনের পর মার্কশিট দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। তাও কোনও ছাত্রছাত্রী মার্কশিট আনতে যেতে পারবেন না। মার্কশিট তুলে দেওয়া হবে এবার অভিভাবকদের হাতে। স্বাস্থ্যবিধি মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওয়েবসাইটে ফল জানা যাবে

ওয়েবসাইটে ফল জানা যাবে

উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে wbbse.org ও wbresults.nic.in ওয়েবসাইটে। এখনই মার্কশিট না পেলেও পূর্ণাঙ্গ ফল জানা যাবে এই ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল। ফল প্রকাশের পরই ওয়েবসাইট ও এসএমএসে ফল জানা যাবে।

উচ্চমাধ্যমিকে সবার উপরে কলকাতা, মাধ্যমিকের 'বদলা’ নিয়ে জেলাকে হারিয়ে জয়জয়কারউচ্চমাধ্যমিকে সবার উপরে কলকাতা, মাধ্যমিকের 'বদলা’ নিয়ে জেলাকে হারিয়ে জয়জয়কার

English summary
Higher Secondary Examination result published and Kolkata gets great success in Result
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X