ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস নিয়ে কী বলছে আবহাওয়ার রিপোর্ট
সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল! আর মঙ্গলবার গড়াতেই আবহাওয়ার বার্তা কার্যত ফাল্গুনে অকা শ্রাবণের বার্তা দিয়ে দিচ্ছে। উত্তর হোক বা দক্ষিণ, এদিন গোটা রাজ্যেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। একনজরে দেখে নেওয়া যাক, রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি।

আগামী ২৪ ঘণ্টায় কী ঘটতে চলেছে?
আবহাওয়ার রিপোর্ট বলছে, আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ থেকে উত্তরবঙ্গে রয়েছে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বভাস। বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়ার রিপোর্ট।

রাজ্যে আর কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা?
রাজ্যের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে ঝোড়ে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এছাড়াও দুই ২৪ পরগনা , বীরভূমেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দোষী কি ঘূর্ণাবর্ত?
আবহাওয়াবিদদের ধারণা বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর তার জেরেই রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করতে পারে। যা ঝড় বৃষ্টির পরিস্থিতিকে আরো উস্কে দেবে।

উত্তরবঙ্গে বৃষ্টির খবর কী?
জানা গিয়েছে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির মতো উত্তরের জেলাতে বৃষ্টির দাপট তেমন দেখা যাবে না। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।