ফের প্রকাশ্যে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত, দিল্লির হিংসা নিয়ে মমতাকে পাল্টা আক্রমণ জগদীপ ধনখড়ের
দিল্লির হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ফের মুখ্যমন্ত্রী রাজ্যপাল বিবাদ চরমে উঠল রাজ্যে। দিল্লির হিংসা নিয়ে মমতার প্রতিক্রিয়া একপেশে বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। শুধুমাত্র দিল্লির হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখাবে সরব হয়েছেন সেটা ঠিক নয় বলে দাবি করেছেন তিনি।

দিল্লির হিংসার নিন্দায় মমতা
কালিয়াগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির হিংসা নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন। দিল্লির হিংসাকে পরিকল্পিত গণহত্যা বলে অভিযোগ করেন তিনি। এবারও তাঁর নিশানায় ছিলেন মোদী-অমিত শাহরা। ববাবরই বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। সিএএ, এনআরসি নিয়ে তিনিই প্রথম সুর চড়িয়েছিলেন।

মমতাকে পাল্টা আক্রমণ রাজ্যপালের
দিল্লির হিংসা নিয়ে মমতার মন্তব্যের পাল্টা আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হাওড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী দিল্লির হিংসার সমালোচনায়ে যে মন্তব্য করেছেন তা একেবারেই একপেশে। সব হিংসাই নিন্দনীয়। কেবল মাত্র দিল্লির হিংসাকে প্রাধান্য দিলে হবে না। পশ্চিমবঙ্গেও একাধিকবার হিংসা ছড়িয়েছে। সেটা নিয়ে একটি শব্দও খরচ করেননি মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েক ভোট এবং লোকসভা ভোটের পর রাজ্যের একাধিক জায়গায় হিংসার ঘটনা নিয়ে সরব হয়েছিলে রাজ্যপাল।


ফের প্রকাশ্যে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত
সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে বলে মনে হলেও সেটা যে বাস্তবে হয়ে ওঠেনি তা আবার প্রকাশ্যে এলো দিল্লির হিংসার ঘটনা নিয়ে দুই প্রশাসনিক প্রধানের আক্রমণ পাল্টা আক্রমণ। ফের প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোনায় সরব হলেন রাজ্যপাল। নতুন করে জেগে উঠল রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাত।