For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের চাল বন্টন করতে সক্রিয় রাজ্যপাল! কেলেঙ্কারি নিয়ে দিলেন হুঁশিয়ারি

কেন্দ্রের চাল বন্টন করতে সক্রিয় রাজ্যপাল! কেলেঙ্কারি নিয়ে দিলেন হুঁশিয়ারি

  • |
Google Oneindia Bengali News

তাঁর সক্রিয় হওয়ার জেরেই রাজ্য সরকার এফসিআই-এর গুদাম থেকে কেন্দ্রের দেওয়া চাল তুলতে শুরু করেছে। এদিন এক ভিডিও বার্তায় এমনটাই দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। লকডাউন ঘোষণার সময়েই প্রধানমন্ত্রী মাথা পিছু ৫ কেজি করে চাল দেওয়া কথা ঘোষণা করেছিলেন। কিন্তু কোনও এক অজানা কারণে এতদিন রাজ্য সরকার সেই চাল না তুলে তাদের বরাদ্দ করা চালই রেশন দোকানে দিচ্ছিল।

 প্রধানমন্ত্রী ঘোষণা

প্রধানমন্ত্রী ঘোষণা

প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে ৩ মাস ফ্রি রেশন দেওয়া হবে। এই প্রকল্প অনুযায়ী প্রত্যেককে ৫ কেজি করে চাল ও পরিবার পিছু ১ কেজি করে ডাল দেওয়া হবে।

কেন্দ্রের চাল নিয়ে হুঁশিয়ারি রাজ্যপালের

কেন্দ্রের চাল নিয়ে হুঁশিয়ারি রাজ্যপালের

রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে ফের তোপ রাজ্যপালের। কেন্দ্রের ঘোষণা করা চাল রাজ্য সরকার না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ১৯ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের সঙ্গে কথা বলেছেন। রামবিলাস জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার তাদের দিক থেকে কোনও ত্রুটি রাখেনি। রাজ্যপাল জানিয়েছেন, তিনি সক্রিয় হওয়ার পরে রাজ্য সরকার সক্রিয় হয়েছে এবং এফসিআই-এর গুদাম থেকে চাল তোলা শুরু করেছে।

নির্দিষ্ট লোকের হাতেই চাল যাবে, আশা রাজ্যপালের

নির্দিষ্ট লোকের হাতেই চাল যাবে, আশা রাজ্যপালের

একইসঙ্গে রাজ্যপাল আশা প্রকাশ করেছেন চাল নির্দিষ্ট লোকের হাতেই যাবে। কোন রাজনীতির লোক কিংবা কালোবাজারির হাতে যাবে না। এব্যাপারে প্রশাসনের কেউ যদি যুক্ত থাকেন, তাঁদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগেও রেশন নিয়ে রাজ্যপালের অভিযোগ

এর আগেও রেশন নিয়ে রাজ্যপালের অভিযোগ

দিন দুয়েক আগে রাজ্যপাল রেশন নিয়ে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে তৃণমূলের জন প্রতিনিধিরা রেশন ডিলারদের থেকে মাল তুলে নিয়ে যাচ্ছেন। তাঁর অভিযোগ ছিল, রেশনের ওই কেলেঙ্কারি বড় হচ্ছে। রেশনের জিনিস রাজনৈতিক হাইজ্যাক অপরাধ বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল।

করোনা যুদ্ধে ২৫ কোটির সাহায্যের পর আরও বড় পদক্ষেপ অক্ষয়ের! জারি লড়াই করোনা যুদ্ধে ২৫ কোটির সাহায্যের পর আরও বড় পদক্ষেপ অক্ষয়ের! জারি লড়াই

English summary
Governor Jagdeep Dhankhar advices CM Mamata Banerjee PDS distribution without shortage and cut. Two days back he was worried on PDS SCAM getting bigger on Coronavirus Lockdown.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X