For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম পুরনো ফর্মের দিকে যাচ্ছে! কলকাতায় আজ দর কত

সোনার দাম পুরনো ফর্মের দিকে যাচ্ছে! কলকাতায় আজ দর কত

  • |
Google Oneindia Bengali News

ফের একবার স্ট্রেট ব্যাটে খেলে সোনার দাম পুরনো ফর্মে ফিরতে চলেছে। গত কয়েকদিন ধরে সোনার দামের গতি নিম্নমুখী থাকায় মাথায় হাত পড়েছিল অনেকের। এবার ১১ জুন থেকে সোনার দামের বাজার খানিকটা চাঙ্গা হওয়ায় বিনিয়োগকারীদের সুবিধা বাড়ছে।

 সোনার দর বাড়ছে

সোনার দর বাড়ছে

সোনার দর আবারও বাড়তে শুরু করেছে। এদিন ১ শতাংশ বেড়ে সোনার দর ফের একবার ১০ গ্রামে ৪৭ হাজার পার করার দিকে এগিয়ে যেতে শুরু করেছে। ১২:৪১ মিনিট নাগাদ এই দামের উত্থান লক্ষ্য় করা গিয়েছে।

রুপোর দাম কোনদিকে?

রুপোর দাম কোনদিকে?

রুপোর দামও ক্রমাগত বাড়ছে। বিয়ের মরশুমে সোবার সঙ্গে রুপোর দামেও বেশ উত্থান দেখা গিয়েছে। এদিন রুপোর দামে ১.৮৮ শতাংশ বৃদ্ধি হয়।ফলে কেজি প্রতি রুপোর দাম ৯০৬ টাকা বেড়েছে। রুপোর দাম ১ কেজিতে ৪৮, ৯৯০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে।

 সোনার দর ১১ জুন

সোনার দর ১১ জুন

সোনার দর ২৪ ক্যারেটে দাম ৪৭,৭৬০টাকা। সোনার দর ২২ ক্যারেটে ৪৬,২৬০ টাকা কলকাতায়। বিয়ের মরশুমে এই দামের উত্থান পতন নিয়ে বিক্রেতারা উদ্বেগে।

 অন্যান্য রাজ্যে কী পরিস্থিতি?

অন্যান্য রাজ্যে কী পরিস্থিতি?

চেন্নাইতে ২৪ ক্যারেটে ৪৮,৯৯০ টাকা দাম সোনার। ২২ ক্যারেটে এর দাম ৪৪, ৯৫০ টাকা। অন্যদিকে, মুম্বই ২৪ ক্যারেটে দাম ৪৬,৯৬০ টাকা। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৬,৯১০ টাকা।

বাংলায় স্কুল পাঠ্যতে 'বিশ্রী’ শব্দের মানে বোঝাতে কৃষ্ণাঙ্গের ছবি ব্যবহার, প্রতিবাদে অবিভাবকরাবাংলায় স্কুল পাঠ্যতে 'বিশ্রী’ শব্দের মানে বোঝাতে কৃষ্ণাঙ্গের ছবি ব্যবহার, প্রতিবাদে অবিভাবকরা

English summary
Gold price today rise in India , know the rate in Kolkata on 11 June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X