For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম সস্তার দিকে যেতেই বিনিয়োগ নিয়ে কোন পরামর্শ বিশেষজ্ঞদের

সোনার দাম সস্তার দিকে যেতেই বিনিয়োগ নিয়ে কোন পরামর্শ বিশেষজ্ঞদের

Google Oneindia Bengali News

হু হু করে নামছে সোনার দাম । বহু দিন বাদে সোনার দাম ফের একবার নামতে শুরু করে দিয়েছে। গত এক সপ্তাহের তুলনায় সোনার দাম এদিন ১৪ জুন হু হু করে সস্তা হয়েছে। সোনার দামের এই গতি রীতিমতো নামতে শুরু করেছে বিয়ের মাসে। এই পরিস্থিতিতে সোনার দামের গতিবিধি নিয়ে বিয়ের মরশুমে অনেকেই উদ্বেগে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সোনার দামের গতিবিধি নিয়ে কোন পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সোনার দামের গতিবিধি

সোনার দামের গতিবিধি

সোনার দাম সোমবার ১০ গ্রামে ৪৯১৪৩ টাকা হয়েছিল। মঙ্গলবার দাম গিয়ে ঠেকেছিল ৪৯১২৭ টাকা হয় ১০ গ্রামে। বুধবার সোনার দাম হয়েছে ১০ গ্রামে ৪৯১২৪ টাকা। বৃহস্পতিবার দাম ১০ গ্রামে হয়েছে ৪৯,১৯৮ টাকা হয়েছে। শুক্রবার সোনার দাম ১০ গ্রামে ৪৮৯০৩ টাকা হয়েছে। এরপর আজ সোমবার সোনার দাম ৪৮৪৫০ টাকা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দামের হাল!

আন্তর্জাতিক বাজারে সোনার দামের হাল!

আন্তর্জাতিক বাজারে সোনার দাম এক সপ্তাহের নিরিখে সবচেয়ে কমতির দিকে। মার্কিন ফেডারাল রিজার্ভ নীতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমতির দিকে। স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১,৮৬৪.৬১ ডলার হয়ে গিয়েছে। এই অবস্থায় বিশেষজ্ঞরা কোন পরামর্শ দিচ্ছেন দেখা যাক।

বিশেষজ্ঞরা কী বলছেন?

বিশেষজ্ঞরা কী বলছেন?

বিশেষজ্ঞদের বার্তা , সোনা ও রুপোর দাম আবারও প্রফিট বুকিং ধরে রাখছে দৈনিক টেকনিক্যাল চার্টে। বিশেষজ্ঞদের ফোকাস আপাতত খুঁটিনাটি কয়েকটি তথ্যে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই তথ্যগুলি হল অগাস্টের গোল্ড ক্লোজিং পয়েন্ট ৪৮,৯০৩ টাকা , সাপোর্ট ১- ৪৮,৬০০ টাকা, সাপোর্ট ২-৪৮,৩০০ টাকা, রেজিসটেন্স১-৪৯,২০০ টাকা, রেজিসটেন্স ২- ৪৯,৫০০ টাকা। জুলাইতে রুপোর ক্লোজিং দাম ৭২,২২৭ টাকা। সাপোর্ট ১- ৭১,৭০০ টাকা, সাপোর্ট ২- ৭০, ৫০০ টাকা, রেজিসটেন্স ১- ৭২,৭০০ টাকা, রেজিসটেন্স ২- ৭৩৩০০ টাকা।

সোনার দাম হু হু করে সস্তা বিয়ের মরশুমে, ১৪ জুন জামাই ষষ্ঠীর আগে কলকাতায় দর কতসোনার দাম হু হু করে সস্তা বিয়ের মরশুমে, ১৪ জুন জামাই ষষ্ঠীর আগে কলকাতায় দর কত

সোমবারের পরিস্থিতি নিয়ে কী বার্তা?

সোমবারের পরিস্থিতি নিয়ে কী বার্তা?

বিশেষজ্ঞরা বলছেন সোমবার সোনার দামের গতিবিধি আন্তর্জাতিক বাজারে বেশ নরম ছিল। এশিয়ার বাজারের গতিবিধিও খানিকটা নিম্নমুখী হয়েছে। আপাতত গোটা ট্রেডিং মহল মার্কিন ফেডারাল নীতির বৈঠকের দিকে তাকিয়ে। আর তার হাত ধরেই বাজারের বিনিয়োগের বহু সুযোগ আসতে পারে বলে অনেকেই আশা দেখছেন।

English summary
Gold Price on 14 June is One week low, know Investment tips of Experts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X