For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Rathyatra Live: সিঙ্গল বেঞ্চের রায় খারিজ, ৯ তারিখ-এর আগে কোনও রথযাত্রা নয়

বিজেপি-র রথযাত্রার কর্মসূচি আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। কোচবিহার থেকে এই কর্মসূচি যে শুরু হচ্ছে তা জানিয়ে দিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Google Oneindia Bengali News

বিজেপি-র রথযাত্রার কর্মসূচি আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। কোচবিহার থেকে এই কর্মসূচি যে শুরু হচ্ছে তা জানিয়ে দিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে, রথযাত্রা নিয়ে এই মুহূর্তে আজ আদালতের দিকেই তাকিয়ে ছিল বিজেপি। সকাল ১০টা থেকে কলকাতা হাইকোর্টে-র ডিভিশন বেঞ্চে রথযাত্রা নিয়ে বিজেপি-র আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানির শেষেই রথযাত্রার ভবিষ্যৎ ঠিক করার কথা ছিল বিজেপি-র।

বিজেপি-র রথযাত্রা কর্মসূচি যাবতীয় লাইভ আপডেট

গতকাল কোচবিহারের সিতাই-এ দিলীপ ঘোষের কনভয়ে হামলা হয়। তৃণমূল কংগ্রেসের নাম করে কালো পতাকা দেখানো হয় দিলীপের কনভয়-কে। এখানেই শেষ নয়, এই ভিড় থেকে দিলীপ ঘোষের গাড়ি-সহ বাকি গাড়ি এবং মোটরবাইকে হামলা চলে। লাঠি ও ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচা। এইসব ভাঙা কাঁচের টুকরো ছিটকে কয়েক জন বিজেপি কর্মী আহতও হন। বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ-এর চোখে-মুখেও কাঁচ ঢুকে যায়। পরে, সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে এই হামলার কড়া নিন্দা করেন দিলীপ ঘোষ এবং তিনি জানিয়ে দেন বিজেপি-র গণতন্ত্র বাঁচাও অভিযান চলবে।

রথযাত্রা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি অমিত শাহ

Newest First Oldest First
5:11 PM, 7 Dec

রথযাত্রা নিয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করতে হবে বিজেপি নেতৃত্বকে, বুধবার এই বৈঠক করতে নির্দেশ সিনিয়র বিচারপতি বেঞ্চের।
5:10 PM, 7 Dec

রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়-এ স্থগিতাদেশ, তবে ৯ তারিখের মধ্যে কোনও রথযাত্রা নয়, জানাল সিনিয়র বিচারপতির বেঞ্চ।
3:22 PM, 7 Dec

তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা কৈলাস বিজয়বর্গীয়র, পুলিশ প্রশাসনকে দরকার নেই , সাধারণ মানুষকে পাশে নিয়েই রথযাত্রা করতে বদ্ধপরিকর বিজেপি।
3:21 PM, 7 Dec

কলকাতা হাইকোর্টে চলছে শুনানি । প্রথম পর্বের শুনানির পর দ্বিতীয় পর্বের শুনানি শুরু হয়েছে।
2:18 PM, 7 Dec

কালকেই রাজ্যে পা রাখছেন অমিত শাহ।
2:14 PM, 7 Dec

চিঠির কোথাও রথযাত্রা এবং অনুমতি শব্দ দুটো লেখা নেই, বিজেপি-র আইনজীবীকে জানালেন বিচারপতি সমাদ্দার।
2:14 PM, 7 Dec

কলকাতা হাইকোর্টে রথযাত্রা নিয়ে শুনানি, রথযাত্রার অনুমতি চেয়ে প্রশাসনকে দেওয়া চিঠিতে ভুল ধরলেন বিচারপতি সমাদ্দার।
2:12 PM, 7 Dec

'আমি নিজে গিয়েই সমস্ত জায়গা থেকে রথযাত্রা বের করব', অমিত শাহ।
2:12 PM, 7 Dec

পশ্চিমবঙ্গে রথযাত্রা হবে এবং পূর্ব নির্ধারিত তিন স্থান থেকেই তা বের হবে, কোনওভাবে বিজেপি পিছু হঠবে না, জানিয়ে দিলেন অমিত শাহ।
1:24 PM, 7 Dec

পশ্চিমবঙ্গে তণমূল কংগ্রেস যে হিংসা করছে বাম আমলেও এত হিংসা হয়নি, মন্তব্য অমিত শাহর।
1:24 PM, 7 Dec

রথযাত্রা নিয়ে বহুদিন ধরেই পুলিশ ও প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু বারবার কৌশল করে অনুমতি আটকে রাখা হয়েছে, যখনই কোনও কর্মসূচি নেওয়া হয়, তখনই বিজেপি-কে নানাভাবে আটকানোর চেষ্টা চলে, মন্তব্য অমিত শাহর।
1:19 PM, 7 Dec

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে দুরন্ত লড়াই করেছে বিজেপি এবং রাজ্যে দ্বিতীয় দল হিসাবে উঠে এসেছে, এতে আতঙ্কিত মমতা বন্দ্য়োপাধ্যায়, দাবি করলেন অমিত শাহ।
1:18 PM, 7 Dec

পঞ্চায়েত নির্বাচন থেকে হিংসা চলছে পশ্চিমবঙ্গে, তণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেউ কথা বললেই তাঁর গলা টিপে ধরা হচ্ছে, বললেন অমিত শাহ।
1:17 PM, 7 Dec

পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন, দিল্লি-তে সাংবাদিক বৈঠকে অভিযোগ অমিত শাহ-র।
12:58 PM, 7 Dec

কোচবিহারে প্রতিবাদ মশাল মিছিল রাহুল সিনহা, মুকুল রায়দের।
12:57 PM, 7 Dec

গতরাতে কোচবিহারে বিজেপি প্রতিবাদ মশাল মিছিল, সিতাই-এ দিলীপ ঘোষ-এর কনভয়ে হামলরার ঘটনায় এই মিছিল বের করা হয়।
12:56 PM, 7 Dec

কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন দিলীপ ঘোষ।
12:53 PM, 7 Dec

কোচবিহারে বিজেপি-র সভা হচ্ছে, মাইকে ঘোষণা, সভাস্থলে রাহুল সিনহা, বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গুলি।
12:03 PM, 7 Dec

এই মুহূর্তের সবচেয়ে BIG BREAKING NEWS- এরপরই ১২.৩০টা শুরু হবে মামলার শুনানি।
12:02 PM, 7 Dec

এই মুহূর্তের সবচেয়ে BIG BREAKING NEWS- রথযাত্রা মামলায় জড়িত সমস্ত পক্ষকেই ১২.৩০টার মধ্যে নোটিস দিয়ে আদালতে ডেকে আনতে হবে বিজেপি-কে।
12:02 PM, 7 Dec

এই মুহূর্তের সবচেয়ে BIG BREAKING NEWS- কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের যে নিয়মগুলো আছে তা পুরোপুরি অনুসরণ করতে হবে এবং তা ১২.৩০-এর মধ্যে হতে হবে।
12:01 PM, 7 Dec

এই মুহূর্তের সবচেয়ে BIG BREAKING NEWS- বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বিচারপতির বেঞ্চ রথযাত্রার অনুমতি খারিজে যে জিনিসগুলো বলেছিলেন তা শুনেছেন বিচারপতি সমাদ্দার। এরপরই মামলা দায়েরের অনুমতি।
11:43 AM, 7 Dec

এই মুহূর্তের সবচেয়ে BIG BREAKING NEWS- বিশ্বনাথ সমাদ্দারের বেঞ্চ বিজেপি-কে মামলা দায়েরের অনুমতি দিল।
9:20 AM, 7 Dec

এই মুহূর্তের সবচেয়ে BIG BREAKING NEWS- এখন কোচবিহারে রয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি জানিয়েছেন, আদালতের অনুমতি না পেলে রথযাত্রা হবে না, তবে সভা করা নিয়ে তো কোনও বিধিনিষেধ আরোপ হয়নি, তাই তেমন হলে ৪২টি লোকসভা কেন্দ্রে সভা হতেই পারে। এর জন্য রাজ্যের বিভিন্ন স্থান থেকে ওই সব সভায় বাসে করে বা গাড়িতে করে গিয়ে উপস্থিত হতে পারেন বিজেপি-র কর্মী ও সমর্থকরা।
9:18 AM, 7 Dec

এই মুহূর্তের সবচেয়ে BIG BREAKING NEWS- পুলিশকে রথযাত্রা নিয়ে রিপোর্টও দিতে বলা হয়েছে, এই নিয়ে ৯ জানুয়ারি পরবর্তী শুনানি হওয়ার কথা।
9:17 AM, 7 Dec

এই মুহূর্তের সবচেয়ে BIG BREAKING NEWS- গতকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বিচারপতির বেঞ্চ রথযাত্রার অনুমতির আবেদন খারিজ করে দেয়।
9:16 AM, 7 Dec

এই মুহূর্তের সবচেয়ে BIG BREAKING NEWS- সেক্ষেত্রে শুনানি পিছনোর সম্ভাবনাও রয়েছে।
9:15 AM, 7 Dec

এই মুহূর্তের সবচেয়ে BIG BREAKING NEWS- এই সমস্ত প্রক্রিয়া শেষ হলে তবেই বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার-এর ডিভিশন বেঞ্চে এই শুনানি সম্ভব বলে আদালত সূত্রে খবর।
9:14 AM, 7 Dec

এই মুহূর্তের সবচেয়ে BIG BREAKING NEWS- কিন্তু তারজন্য আগে বিজেপি-কে মামলা দায়ের করতে হবে, এরপর সিঙ্গল বিচারপতি-র বেঞ্চে কী রায় বেরিয়েছিল তা জানাতে হবে।
9:13 AM, 7 Dec

এই মুহূর্তের সবচেয়ে BIG BREAKING NEWS- সেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বিচারপতির বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানাতে পারে বিজেপি।
READ MORE

English summary
Live update on BJP's Rathyatra from Coochbihar. Division Bench of Calcutta High Court will hear the plea already placed at BJP at 10AM.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X