For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘দিদিকে বলোর’ পথ অনুসরণে ‘সুপারকে বলো’ প্রকল্প চালু বাঙ্গুর হাসপাতালে

‘দিদিকে বলোর’ পথ অনুসরণে ‘সুপারকে বলো’ প্রকল্প চালু বাঙ্গুর হাসপাতালে

  • |
Google Oneindia Bengali News

এবার দিদিকে বলোর পথ অনুসরণ করে বিভিন্ন সমস্যা সমাধানে সুপারকে বলো প্রকল্প চালু করল এম আর বাঙুর হাসপাতাল। দক্ষিণ কলকাতার এই সরকারি হাসপাতালে এখন থেকে যে কোনো সমস্যায় রোগীর পরিবারের সহজেই অভিযোগ জানতে পারবে এর মাধ্যমে।

খাবার হোক বা চিকিত্সা সরাসরি অভিযোগ সুপারকে

খাবার হোক বা চিকিত্সা সরাসরি অভিযোগ সুপারকে

খাবার হোক বা চিকিত্সা যে কোনও অভিযোগে এলে সমস্যা সমাধানে এবার মাঠে নামবেন খোদ সুপার। সূত্রের খবর, প্রত্যহ বিকেল পাঁচটা থেকে ছ'টা অবধি, হাসপাতালের সুপারকে পরিষেবা সংক্রান্ত যে কোনও সমস্যার কথা জানাতে পারবেন রোগীর পরিজনেরা।

১০ই ফেব্রুয়ারি দায়িত্বে নতুন সুপার

১০ই ফেব্রুয়ারি দায়িত্বে নতুন সুপার

সূত্রের খবর, বাঙ্গুর হাসপাতালের অভিনব এই উদ্যোগ সফল ভাবে বাস্তবায়িত হলে বাকি হাসাপাতাল গুলিতেও খুব তাড়িতাড়ি এই প্রকল্প গ্রহণ করা হবে। এদিকে গত ১০ই ফেব্রুয়ারি বাঙুরের হাসপাতালের দায়িত্ব নেন নতুন সুপার শিসির নস্কর। আর তারপরেই হাসপাতালের যাবতীয় সমস্যার সমাধানে এই উদ্যোগ নিলেন তিনি।

সম্প্রতি মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের শিরোপা পেয়েছে বাঙুর

সম্প্রতি মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের শিরোপা পেয়েছে বাঙুর

এদিকে সাম্প্রতিক কালে মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের শিরোপা পেয়েছে এম আর বাঙুর হাসপাতাল। সূত্রের খবর, পরিকাঠামোগত মনোন্নয়ন হলে এখনও প্রতিদিন হাসপাতালের ২ নম্বর কাউন্টারে হাসপাতাল সুপার, মেডিক্যাল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং ডেপুটি সুপার মিলে প্রত্যহ একাধিক অভিযোগ শোনেন।

ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলছে বলে জানা যাচ্ছে

ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলছে বলে জানা যাচ্ছে

এদিকে কিছুদিন আগেই এই হাসপাতালে চালু হয়েছে ৬০ শয্যা বিশিষ্ট ডাইলিসিস ইউনিট। ৭০ শয্যার বার্ন ইউনিট-এও থাকে ব্যাপক ভিড়। এই ভিড় সামাল দিতে, রোগীর বাড়ির লোকের অভিযোগ দূর করতেই অভিনব পন্থা হাসপাতাল কর্তপক্ষের। ইতিমধ্যেই এই প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে বলে জানা যাচ্ছে।

আরও কমবে পেট্রোল-ডিজেলের দাম! কী বলছে পরিসংখ্যান?আরও কমবে পেট্রোল-ডিজেলের দাম! কী বলছে পরিসংখ্যান?

English summary
following the path of didi ke bolo the super ke bolo project started at bangur hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X